Top Football Goal Scorers in 2021: ছবিতে দেখুন একুশের সেরা ৯ গোলদাতাকে

Year Ender 2021: দেখতে দেখতে ২০২১ সাল শেষের পথে। ফুটবলে (Football) মজা আসে তখনই, যখন বল দখলের হাড্ডাহাড্ডি লড়াই চলে, গোলের বন্যা বয়ে যায়। পুরো বছর জুড়ে একগুচ্ছ গোলের রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং রবার্ট লেওয়ানডস্কিরা। এক নজরে দেখে নিন একুশের সেরা ৯ গোলদাতাকে...

| Edited By: | Updated on: Dec 29, 2021 | 11:00 AM
রবার্ট লেওয়ানডস্কি - পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) একুশে সব থেকে বেশি গোল করেছেন। এ বছর ৫৫টি ম্যাচে খেলে তিনি ৬৯টি গোল করেছেন। ৪০ বছরের লেওয়ানডস্কি ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু লিওনেল মেসি এ বছর সেই খেতাব জিতেছেন। (ছবি- বায়ার্ন মিউনিখ টুইটার)

রবার্ট লেওয়ানডস্কি - পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) একুশে সব থেকে বেশি গোল করেছেন। এ বছর ৫৫টি ম্যাচে খেলে তিনি ৬৯টি গোল করেছেন। ৪০ বছরের লেওয়ানডস্কি ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু লিওনেল মেসি এ বছর সেই খেতাব জিতেছেন। (ছবি- বায়ার্ন মিউনিখ টুইটার)

1 / 9
আর্লিং হলান্ড - বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) ২১ বছরের তারকা ফুটবলার আর্লিং হলান্ড (Erling Haaland) এ বছর ৪২ ম্যাচে ৪৩টি গোল করে, বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দু'নম্বরে রয়েছে। (ছবি-বরুশিয়া ডর্টমুন্ড টুইটার)

আর্লিং হলান্ড - বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) ২১ বছরের তারকা ফুটবলার আর্লিং হলান্ড (Erling Haaland) এ বছর ৪২ ম্যাচে ৪৩টি গোল করে, বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দু'নম্বরে রয়েছে। (ছবি-বরুশিয়া ডর্টমুন্ড টুইটার)

2 / 9
কিলিয়ান এমবাপে - পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ২০২১ সালে ৫২ ম্যাচে ৪১ গোল করে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। (ছবি-কিলিয়ান এমবাপে ইন্সটাগ্রাম)

কিলিয়ান এমবাপে - পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ২০২১ সালে ৫২ ম্যাচে ৪১ গোল করে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। (ছবি-কিলিয়ান এমবাপে ইন্সটাগ্রাম)

3 / 9
মহম্মদ সালাহ - মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah) এই তালিকায় রয়েছেন চার নম্বরে। প্রিমিয়ার লিগে লিভারপুলের (Liverpool) হয়ে  ১০০ গোল করা প্রথম ফুটবলার তিনি। সালাহ এ বছর ৫২ ম্যাচে ৪১টি গোল করেছেন। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

মহম্মদ সালাহ - মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah) এই তালিকায় রয়েছেন চার নম্বরে। প্রিমিয়ার লিগে লিভারপুলের (Liverpool) হয়ে ১০০ গোল করা প্রথম ফুটবলার তিনি। সালাহ এ বছর ৫২ ম্যাচে ৪১টি গোল করেছেন। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

4 / 9
করিম বেঞ্জেমা - রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema) এ বছর ৪৮ ম্যাচে খেলে ৩৬ গোল করেছেন। এবং একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন তিনি। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

করিম বেঞ্জেমা - রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema) এ বছর ৪৮ ম্যাচে খেলে ৩৬ গোল করেছেন। এবং একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন তিনি। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 9
লিওনেল মেসি - ২০২১ সালে বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে ৪৪ টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবং সব মিলিয়ে এ বছর আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি ৩৪টি গোল করেছেন। এবং চলতি বছরে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, কেরিয়ারের সপ্তম ব্যালন ডি'অরও পেয়েছেন তিনি। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

লিওনেল মেসি - ২০২১ সালে বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে ৪৪ টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবং সব মিলিয়ে এ বছর আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি ৩৪টি গোল করেছেন। এবং চলতি বছরে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, কেরিয়ারের সপ্তম ব্যালন ডি'অরও পেয়েছেন তিনি। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

6 / 9
দুসান ভ্লাহোভিচ - একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন ফিওরেন্টিনার (Fiorentina) দুসান ভ্লাহোভিচ (Dusan Vlahovic)। এ বছর তিনি ৪৪ ম্যাচে ৩৪টি গোল করেছেন।

দুসান ভ্লাহোভিচ - একুশে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন ফিওরেন্টিনার (Fiorentina) দুসান ভ্লাহোভিচ (Dusan Vlahovic)। এ বছর তিনি ৪৪ ম্যাচে ৩৪টি গোল করেছেন।

7 / 9
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - চলতি বছরে ৪৯ টি ম্যাচে মোট ৩৩টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বছর সব চেয়ে বেশি আন্তর্জাতির গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন। পর্তুগিজের জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে ১১৫টি গোল। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - চলতি বছরে ৪৯ টি ম্যাচে মোট ৩৩টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বছর সব চেয়ে বেশি আন্তর্জাতির গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন। পর্তুগিজের জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে ১১৫টি গোল। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

8 / 9
চিরো ইমমোবিল - চিরো ইমমোবিল (Ciro Immobile) এ বারের ইউরো কাপ ২০২০-তে প্রথম দুই ম্যাচে তুর্কি এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল পেয়েছিলেন। ইউরোপা লিগে নভেম্বরে গোল করে লাজিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। চলতি বছরে ৪৬টি ম্যাচে ৩২টি গোল করেছেন ইমমোবিল। (Courtesy: Forbes)

চিরো ইমমোবিল - চিরো ইমমোবিল (Ciro Immobile) এ বারের ইউরো কাপ ২০২০-তে প্রথম দুই ম্যাচে তুর্কি এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল পেয়েছিলেন। ইউরোপা লিগে নভেম্বরে গোল করে লাজিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। চলতি বছরে ৪৬টি ম্যাচে ৩২টি গোল করেছেন ইমমোবিল। (Courtesy: Forbes)

9 / 9
Follow Us: