SAFF Championship 2023 : নেপালের বিরুদ্ধেও ‘ভারত-পাক’ ম্যাচের ঝলক, সাফে ফের ধুন্ধুমার
শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। সেই ম্যাচেও দুটি দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ধরা পড়ল।
বেঙ্গালুরু: চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে ধুন্ধুমার অবস্থা তৈরি হয়েছিল। কোচ ইগর স্টিমাচ পাক ফুটবলারের হাত থেকে বল কেড়ে নেন। যে ঘটনাকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এমন আচরণের শাস্তি পেয়েছেন সুনীলদের কোচ। সমালোচনাও হয়েছে বিস্তর। ভারত-পাক ম্যাচের ঝামেলার রেশ কাটতে না কাটতেই শনিবার নেপালের বিরুদ্ধে ম্যাচে নামে ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শনি-রাতে আরও এক বার উত্তপ্ত হয়ে ওঠে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ (SAFF Championship 2023)। হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত ও নেপালের ফুটবলাররা। কী কারণে ফের একবার ভারতের ম্যাচে উত্তেজনার সৃষ্টি হল। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মুহূর্মূহূ আক্রমণ হচ্ছে কিন্তু গোলের দেখা মিলছে না, ভারত-নেপাল ম্যাচে এমন পরিস্থিতিই অনেক বারই তৈরি হয়েছে। হতাশা বাড়ছিল। তার মধ্যে ৬১ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভারত। গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। উত্তেজনার পরিবেশ তৈরি হল ঠিক তার পরপরই। দুই দলের ফুটবলাররাই মেজাজ হারালেন। ম্যাচের ৬৪ মিনিটে রাহুল বেকে এবং নেপালের ১০ নম্বর জার্সিধারী বিমল মাগারের ট্যাকল হয়। উঠেই বিমলের দিকে তেড়েমেড়ে যান রাহুল। সেখান থেকেই ঝামেলা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন ফুটবলাররা। তবে মলদ্বীপের রেফারির মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ভারত-পাক ম্যাচের পরিস্থিতি আর তৈরি হয়নি।
Another fight, and now it’s between India and Nepal??#INDNEP #SAFFChampionship pic.twitter.com/ieGbQ1aV3F
— BumbleBee 軸 (@itsMK_02) June 24, 2023
নেপালকে ২-০ হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে ভারত। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে পাক্কা ৬১ মিনিট। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুটি দল। ম্যাচের ৬১ মিনিটে নাওরেম মহেশের পাস থেকে গোল করেন সুনীল ছেত্রী। এই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোল সংখ্যা দাঁড়াল ৯১। দ্বিতীয় গোলটি করেন নাওরেম। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে। তবে গ্রুপ পর্বের একটি ম্যাচ এখনও বাকি। কুয়েতকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলাই লক্ষ্য সুনীলদের।