AFC Women’s Asian Cup 2022: মহিলাদের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারতের মেয়েরা

২০২২ সালের ২০শে জানুয়ারি এএফসি ওমেন্স এশিয়ান কাপের ঢাকে কাঠি পড়বে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেইয়ের মুখোমুখি হবে চিন। ওই দিনই ইরানের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা দল।

AFC Women’s Asian Cup 2022: মহিলাদের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারতের মেয়েরা
AFC Women’s Asian Cup 2022: মহিলাদের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারতের মেয়েরা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 5:20 PM

নয়াদিল্লি: ২০২২ সালের জানুয়ারিতে হবে এফএফসি ওমেন্স এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। সেই টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়ল ভারত (India)। আজ, বৃহস্পতিবার মালেশিয়ার কুয়ালা লামপুরে এএফএসি ওমেন্স এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর সেই ড্র-তে গ্রুপ-‘এ’-তে পড়েছে ভারতীয় মহিলা ফুটবল দল। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে ৮ বারের চ্যাম্পিয়ন চিন (China), দু’বারের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই (Chinese Taipei) এবং ইরানের (Iran) ইসলামিক প্রজাতন্ত্র। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৫৭ নম্বরে রয়েছে ভারত। সেখানে চিন রয়েছে ১৭ নম্বরে। চাইনিজ তাইপেই ফিফার ক্রমতালিকায় রয়েছে ৪০ নম্বরে। ভারতের থেকে ব়্যাঙ্কিংয়ে চিন ও চাইনিজ তাইপেই এগিয়ে থাকলেও ইরান রয়েছে ৭২ নম্বরে।

আসন্ন এএফসি ওমেন্স এশিয়ান কাপে গ্রুপ-‘এ’-তে পড়ার ব্যাপারে জাতীয় ফুটবল সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ থমাস ডেনার্বি বলেছেন, “খুবই উত্তেজক গ্রুপ। আমাদের প্রত্যেক প্রতিপক্ষকেই সমীহ করছি। কারণ এই শক্তিশালী দলগুলি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে। যে কোনও দলের বিরুদ্ধেই মাঠে নামতে তৈরি ভারতীয় দল।”

তিনি আরও বলেন, “আমি কোনো নির্দিষ্ট ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি না। তিনটি ম্যাচই আমাদের জন্য গ্রুপ পর্বের মূল ম্যাচ। আমরা যখন মাঠে প্রবেশ করি তখন থেকেই আমাদের ৯০ মিনিটের বেশি কাজ করতে হয়।”

২০২২ সালের ২০শে জানুয়ারি এএফসি ওমেন্স এশিয়ান কাপের ঢাকে কাঠি পড়বে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেইয়ের মুখোমুখি হবে চিন। ওই দিনই ইরানের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা দল।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিরাটদের বিরুদ্ধে সোধির জায়গায় খেলতে পারেন মিলনে

আরও পড়ুন: FC Barcelona: বরখাস্ত কোম্যান, কোচের পদ নাম ভাসছে জাভির

আরও পড়ুন: KL Rahul: পরের মরসুমে লোকেশ রাহুলকে রাখবে পঞ্জাব, বলছেন নেস ওয়াদিয়া