AFC Asian Cup, IND vs UZB Highlights: ফুলটাইম: ভারত ০-৩ উজবেকিস্তান
India vs Uzbekistan, AFC Asian Cup 2024 Live Score Updates: এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-তে ভারত বনাম উজবেকিস্তান ম্যাচ। দু-দলই টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দু-দল। ভারত-উজবেকিস্তান লাইভ আপডেট এই লিঙ্কে।
এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল খায় ভারত। ফিফা ক্রমতালিকায় অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার কাছে ০-২ ব্যবধানে হেরেছিলেন সুনীলরা। দ্বিতীয় ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। ডিফেন্সে তিনটি ব্যক্তিগত ভুল এবং প্রথমার্ধেই তিন গোল হজম ভারতের। ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ভারতেরও। সাফল্য আসেনি। ভাগ্যও সঙ্গ দেয়নি। উজবেকিস্তানের কাছে ০-৩ ব্যবধানে হার। গ্রুপে ভারতের শেষ প্রতিপক্ষ সিরিয়া। সেই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও নকআউটের সম্ভাবনা ক্ষীণ। এএফসি এশিয়ান কাপে ভারত-উজবেকিস্তান ম্যাচের লাইভ স্কোর, অন্যান্য তথ্য জানতে চোখ রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE NEWS & UPDATES
-
IND vs UZB: রইল বাকি এক
গোল পার্থক্য মাইনাস ৫। নকআউটের যাওয়ার সম্ভাবনা খুবই সামান্য। শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে, এরপর অপেক্ষা বাকি গ্রুপের ফলেও। বিস্তারিত পড়ুন: জোড়া হারে খাদের কিনারায় ভারত, নকআউটের সুযোগ ক্ষীণ
-
IND vs UZB: সুনীল-অনিরুদ্ধ
সুনীল ছেত্রী ও অনিরুদ্ধ থাপার পরিবর্তে ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও ঈশান পন্ডিতা।
-
-
IND vs UZB: পরিবর্তন ও দারুণ সুযোগ
৫০ মিনিট: হাফটাইমে পরিবর্তন। মনবীর সিংয়ের জায়গায় রাহুল কেপি। নামার কিছুক্ষণের মধ্যেই গোলের সুযোগ। আকাশ মিশ্রর কর্নার গোলকিপার আটকে দিয়েছিলেন। রাহুল কেপির সামনে বল, শট আটকে যায় পোস্টে। ফিরতি বলে সুনীল ছেত্রী সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি। কর্নারও পায় ভারত। স্কোর লাইনে পরিবর্তন নেই।
-
IND vs UZB: রোনাল্ডোর প্রাক্তন সতীর্থর গোল
১০ নম্বর জার্সির শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বলে সেই ১০ নম্বর মাশরিপোভের গোলে ৩-০ করল উজবেকিস্তান।
-
IND vs UZB: মহেশের শট ৫ মিনিট অ্যাডেড
প্রথমার্ধের শেষ মুহূর্তে অনবদ্য একটা শট নিয়েছিলেন নাওরেম মহেশ। যদিও দুর্দান্ত সেভ প্রতিপক্ষ গোলকিপারের।
-
-
IND vs UZB: বল দখলে রাখার চেষ্টা
৩৭ মিনিট: দীর্ঘ সময় সন্দেশ-গুরপ্রীত-রাহুল ভেকে নিজেদের মধ্যে পাস খেলে বল দখলে রাখেন। এরপরই আক্রমণে ওঠে ভারত। মুভ ভালো হলেও ইতিবাচক ফল নেই।
-
IND vs UZB: সেভ
৩৪ মিনিটে আবারও ফয়জুলেয়েভ। বল নিয়ে ভারতের বক্সে ঢুকেছিলেন। গুরপ্রীত প্রস্তুত ছিলেন। তাঁর শরীরেই শট লাগে। দ্রুত বল রিকোভারও করেন গুরপ্রীত।
-
IND vs UZB: ফ্রি-কিক
নাওরেম মহেশকে ট্যাকল করায় ফ্রি-কিক ভারতের পক্ষে। সুনীল ছেত্রী ফ্রি-কিক নিয়েছিলেন। রেফারি দ্বিতীয় বার শট নিতে বলেন। ছেত্রীর শট আকাশ মিশ্রর হেড, যদিও গোল হল না।
-
IND vs UZB: ফয়জুলেয়ভ
উজবেকিস্তানের তরুণ মিডফিল্ডার লাগাতার চাপ তৈরি করছেন ভারতের রক্ষণে। তাঁর গতি বেশি করে চাপে ফেলছে। ভারতীয় ডিফেন্ডাররা তাঁকে সামলাতে হিমশিম পরিস্থিতিতে।
-
IND vs UZB: জোড়া মুভ
২২ মিনিটে কাউন্টার অ্যাটাকে পরপর দুটো ইতিবাচক আক্রমণ ভারতের। যদিও স্কোর লাইনে কোনও বদল হল না। ২৩ মিনিটে দুর্দান্ত একটা ক্রস, যদিও ভারতের আক্রমণ ভাগের কোনও প্লেয়ারই ছিলেন না সামনে। বলে পা ছোঁয়ালেই ব্যবধান কমতে পারতো।
-
IND vs UZB: আরও একটা গোল
১৮ মিনিটে ফয়জুলেয়ভের শট ক্লিয়ার করতে গিয়ে কার্যত নিজেদের জালেই বল জড়িয়ে দিচ্ছিলেন আকাশ মিশ্র। কোনওরকমে তা বাঁচলেও, ফিরতি বলে গোল করেন উজবেকিস্তানের ২১ নম্বর জার্সির ইগর সারগিভ। ভারত পিছিয়ে ০-২ গোলে।
-
IND VS UZB: দিশেহারা ভারত
সেট টিম ভাঙার জন্যই কি দিশেহারা? চার মিনিটে গোল খাওয়ায় চাপে পড়ে ভারত। প্রথম ১৫ মিনিটে ভারতের তরফে কোনও ইতিবাচক আক্রমণ দেখা যায়নি।
-
IND VS UZB: ৪ মিনিটেই গোল
ভারতের রক্ষণকে বোকা বানিয়ে গোল। সন্দেশ ঝিঙ্গান বল ফলো করছিলেন। শুকরোভ হেড করেছিলেন। সন্দেশের পিছনে ফয়জুলেয়ভ অপেক্ষায়, সেটা খেয়াল করেননি ভারতীয় ডিফেন্স। হেডে গোল করে ৪ মিনিটেই উজবেকিস্তানকে এগিয়ে দিলেন এই তরুণ মিডফিল্ডার। গত ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি। আজ শুরু থেকে খেলছেন ফয়জুলেয়ভ। তিনিই এগিয়ে দিলেন।
-
IND VS UZB: সুনীলদের ম্যাচে ৩৫ হাজার!
এএফসি এশিয়ান কাপে ভারত-উজবেকিস্তান ম্যাচে ৩৫ হাজারের ওপর দর্শক গ্যালারিতে। ভারতের সমর্থনই বেশি। ভারতীয় ফুটবলারদের পায়ে বল থাকলেই গ্যালারিতে গর্জন।
-
IND VS UZB: ফিজিক্যাল ফুটবলের জন্যই পরিবর্তন?
প্রতিপক্ষ উজবেকিস্তান ফিজিক্যাল ফুটবল খেলায় পরিচিত। সে কারণেই তিনটি পরিবর্তন। পাশাপাশি শুরু থেকেই আক্রমণে লক্ষ্য ভারতের।
-
IND VS UZB: হোম ম্যাচ ফিলিং
কাতারের আল রায়ান শহরে ভারত-উজবেকিস্তান ম্যাচ। গ্যালারিতে ভারতের প্রচুর সমর্থক। দেশের বাইরেও যেন হোম ম্যাচ খেলছেন সুনীলরা।
-
IND VS UZB: সুনীলের রেকর্ড
বেশি বয়সে এএফসি এশিয়ান কাপে খেলার নিরিখে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথম ম্যাচে তিনি গোলের খাতাও খুলতে পারতেন। যদিও অল্পের জন্য হয়নি। দুর্দান্ত হেড করেছিলেন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
-
IND VS UZB: আরও একবার ম্যাচ প্রিভিউ
আর ৩০ মিনিট পরই শুরু ভারতের ম্যাচ। আরও একবার পড়ে নিন ম্যাচ প্রিভিউ: ‘ভারত তৈরি’, উজবেকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন সুনীল ছেত্রীরা
-
IND VS UZB: জেনে নিন প্রতিপক্ষর প্রথম একাদশ
ভারতের প্রধান বাধা ১০ নম্বর জার্সি। দেখে নিন উজবেকিস্তানের প্রথম একাদশ:
📋 LINE UPS | 🇮🇳 INDIA 🆚 UZBEKISTAN 🇺🇿
©️hhetri leads the charge, steering the team towards the nation’s dream. The White Wolves stand in the way, hungry for victory in Group B!
Watch Live 📺 https://t.co/nJZ0pcVqz1#AsianCup2023 | #HayyaAsia | #INDvUZB pic.twitter.com/xJoptJxoZ8
— #AsianCup2023 (@afcasiancup) January 18, 2024
-
IND VS UZB: প্রথম একাদশ
অস্ট্রেলিয়া ম্যাচ থেকে ভারতের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছেন কোচ ইগর স্টিমাচ। দীপক টাংরি, শুভাশিস বসু এবং লালিনজুয়ালা ছাংতের জায়গায় অনিরুদ্ধ থাপা, আকাশ মিশ্র, নাওরেম মহেশ সিং। দেখে নিন ভারতের প্রথম একাদশ:
𝐓𝐄𝐀𝐌 𝐍𝐄𝐖𝐒 💙@stimac_igor makes 3️⃣ changes to the #BlueTigers XI for our second #AsianCup2023 game 🐯
🇮🇳🆚🇺🇿
WATCH 💻 @Sports18 & @JioCinema#INDvUZB ⚔️ #IndianFootball ⚽ pic.twitter.com/PdxN3tCcWR
— Indian Football Team (@IndianFootball) January 18, 2024
-
IND VS UZB: ভারতের প্রধান কাঁটা!
উজবেকিস্তানের ১০ নম্বর জার্সিই কি ভারতের প্রধান কাঁটা? পড়ুন বিস্তারিত: রোনাল্ডো কেড়েছিলেন ৭ নম্বর, মাশরিপোভ কাঁটা উপড়তে চাইছে সুনীলের ভারত
-
IND VS UZB: মিশন উজবেকিস্তান…
এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচে প্রশংসনীয় পারফরম্যান্স করেছিল ভারতীয় ফুটবল দল। বিশেষ করে বলতে হয়, প্রথমার্ধের কথা। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ৫০ মিনিট অবধি আটকে রাখা কম কথা নয়। ছোট্ট একটা ভুল, ভারতকে গর্বের জয় থেকে বঞ্চিত করেছিল বলা যায়। তবে ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোর লাইন ০-২ হলেও সেটা গর্বেরই। আজ ভারতের সামনে শক্তিশালী উজবেকিস্তান।
Published On - Jan 18,2024 6:30 PM