Durand Cup: ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণ, কোন গ্রুপে কে; জেনে নিন বিস্তারিত
Durand Cup Group: গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং ২০১৯-র চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি।

কলকাতা: ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ড কাপ। এ বার হবে ১৩২তম সংস্করণ। অগস্টের ৩ তারিখ শুরু হবে এ বারের ডুরান্ড কাপ। ফাইনাল ৩ সেপ্টেম্বর। ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড়ে। ২৪টি দল খেলবে ডুরান্ড কাপে। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং ২০১৯-র চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি। ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডুরান্ড কাপের ২৪টি দলকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ, বি, সি গ্রুপের খেলাগুলি হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ডের ফাইনাল ম্যাচ হবে। গ্রুপ ডি এবং ই-এর ম্যাচগুলির বেশিরভাগই হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। ছ’টি গ্রুপের শীর্ষ দল এবং দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
গ্রুপ বিন্যাস দেখে নেওয়া যাক
- গ্রুপ এ-তে রয়েছে গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। ফলে গ্রুপ পর্বেই দেখা যাবে বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বি। এই গ্রুপের বাকি দুটি দল পঞ্জাব এফসি এবং বাংলাদেশ আর্মি টিম।
- গ্রুপ বি-তে রয়েছে মহমেডান স্পোর্টিং এবং আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসি। এই গ্রুপের চতুর্থ দল ইন্ডিয়ান নেভি।
- গ্রুপ সি-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, গোকুলম কেরালা এফসি এবং ভারতীয় বায়ুসেনার টিম।
- গ্রুপ ডি-তে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এফসি গোয়া, শিলং লাজং এবং নর্থ ইস্টের আর একটি দল।
- গ্রুপ ই-তে রয়েছে হায়দরাবাদ এফসি, চেন্নায়িন এফসি, দিল্লি এফসি এবং নেপালের ত্রিভূবন আর্মি ফুটবল ক্লাব।
- গ্রুপ এফ-তে রয়েছে কোকরাঝাড়ের স্থানীয় দল বোড়োল্যান্ড, ওডিশা এফসি, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়াম আর্মি।





