East Bengal vs Mohun Bagan: আইএসএলের প্রথম ডার্বি ঘিরে অনিশ্চয়তা, আরও বেশ কিছু ম্যাচ…

Indian Super League, Kolkata Derby: আইএসএলের প্রথম ডার্বি ঘিরে অনিশ্চয়তা। শুধু তাই নয়, আরও বেশ কিছু ম্যাচ ঘিরেই জটিলতা। পুজোর মধ্যে যুবভারতীতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরসুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, তা দুই প্রধানকে জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফলে ওই সময়ে কলকাতা ডার্বি সহ তিনটে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা।

East Bengal vs Mohun Bagan: আইএসএলের প্রথম ডার্বি ঘিরে অনিশ্চয়তা, আরও বেশ কিছু ম্যাচ...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 5:48 PM

কলকাতা: আইএসএলের প্রথম ডার্বি ঘিরে অনিশ্চয়তা। শুধু তাই নয়, আরও বেশ কিছু ম্যাচ ঘিরেই জটিলতা। পুজোর মধ্যে যুবভারতীতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরসুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, তা দুই প্রধানকে জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফলে ওই সময়ে কলকাতা ডার্বি সহ তিনটে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের সূচি। কলকাতার দুই প্রধান খেলবে। পুজোর সময় কলকাতায় ম্যাচ রয়েছে। তেমনই মোহনবাগান খেলবে এএফসি কাপে। প্রাথমিক পর্বের ম্যাচ জিতে এএফসি কাপের গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হয়েছে ডুরান্ড কাপে। সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে ফের ডার্বি হয়। সেখানে ১০ জনের মোহনবাগান হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপে ১৭তম ট্রফি জেতে সবুজ মেরুন। দু-দলের লক্ষ্য এখন ইন্ডিয়ান সুপার লিগ। মোহনবাগানের বাড়তি ফোকাস এএফসি কাপে।

ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি আকর্ষণ যে কলকাতা ডার্বি ঘিরেই, নতুন নয়। এ মরসুমে এখনও অবধি স্কোরলাইন ১-১ হওয়ায় দুই প্রধানের সমর্থকরাই অপেক্ষায় আইএসএল ডার্বির। কিন্তু নিরাপত্তার কারণে ২৮ অক্টোবর ডার্বিই অনিশ্চিত। কলকাতায় ২১ অক্টোবর (সপ্তমী) ইস্টবেঙ্গল বনাম গোয়া, ২৪ অক্টোবর মোহনবাগান – বসুন্ধরা (এএফসি কাপ) এবং ২৮ অক্টোবর (লক্ষ্মী পুজো)- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দুই প্রধানের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। রাজ্য সরকারের তরফে নিরাপত্তার ব্যাপারে পরিষ্কার করে দেওয়ায় এই তিনটি ম্যাচ নিয়েই জটিলতা তৈরি হয়েছে।

পুজোর সময় রয়েছে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচও। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষী পুজোর দিন ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচের জন্য আগে থেকেই বলা থাকায়, নিরাপত্তা নিয়ে কোনও জটিলতা নেই। আইএসএলের সূচি প্রকাশ তৈরি হয়েছে কিছুদিন আগেই।