Indian Football : সবার সেরা ফুটবল! ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে অভিনব পদক্ষেপ সুনীল ছেত্রীদের

Balasore Train Accident : ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর ওড়িশা সরকার ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে সুনীল ছেত্রীদের জন্য। নিয়ম অনুযায়ী, এই অর্থ টিমের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কথা।

Indian Football : সবার সেরা ফুটবল! ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে অভিনব পদক্ষেপ সুনীল ছেত্রীদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 1:25 PM

কলকাতা: আইপিএল (IPL) জিতলে মেলে বেশ কয়েক কোটি টাকা। কিন্তু সেই প্রাইজমানি কি জনস্বার্থে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে, না। কোনও ক্রিকেটার কি সাম্প্রতিক দুর্ঘটনা কবলিত মানুষ জনের পাশে দাঁড়িয়েছেন? উত্তর হবে, না। ক্রিকেট প্রাচুর্যে ভরপুর হলেও এমন কিছু ঘটেনি। ঠিক সেখানেই ক্রিকেটকে অন্তত ৪-০ হারাল ভারতীয় ফুটবল (Indian Football)। সুনীল ছেত্রীর টিম ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে ইতিহাস তৈরি করেছে। এই ইতিহাস নিশ্চিত ভাবেই আরও বেশি ছাপ রেখে গেল ভারতীয় সমাজে, মননে। মাঠের বাইরেও সুনীল ছেত্রী এবং তাঁর টিম এমন কিছু করে দেখালেন, যে কারণে তাঁদের চিরকাল মনে রেখে দেবে অনেকে। কী করলেন তাঁরা? তুলে ধরল TV9 Sports Banglaর এই প্রতিবেদনে।

ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর উচ্ছ্বাসে ভেসে গিয়েছে ভারতীয় টিম। সুনীল ছেত্রী তাঁর কেরিয়ারের একেবারে শেষ দিকে দাঁড়িয়ে রয়েছেন। তাতেও তাঁর ক্যারিশমা কম নেই। ফাইনালে লেবাননের বিরুদ্ধে গোল করেছেন। ভারত জিতেছে ২-০। ভারতীয় ফুটবল যে অনেকটা এগোতে শুরু করেছে, সন্দেহ নেই। তার মধ্যেই এক অভিনব পদক্ষেপ নিলেন ভারতীয় ফুটবলাররা। ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর ওড়িশা সরকার ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে সুনীল ছেত্রীদের জন্য। নিয়ম অনুযায়ী, এই অর্থ টিমের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কথা। তাইই হবে। সেই সঙ্গে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়ালেন সুনীলরা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ৩০০র কাছাকাছি মানুষ মারা গিয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৭০০। ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ২০ লক্ষ টাকা দিলেন ভারতীয় ফুটবলাররা। যা বেস অবাক করার মতো ঘটনা।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এক টুইটে বলা হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার জন্য ওড়িশা সরকার ভারতীয় টিমকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। ভারতীয় টিমের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। সুনীলদের এই উদ্যোগকে সুধাবাদ জানিয়েছে ভারতীয় খেলার দুনিয়া। তার পরই চিরকালীন সেই বিবাদ ফিরে এসেছে, অন্য খেলার তরফেও কি এমন উদ্যোগ দেখানো উচিত ছিল না?