AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: দলগঠনের কাজে জোর ইস্টবেঙ্গলের, নজরে হাইপ্রোফাইল বিদেশিরা

Indian Football Transfer News: বেশ কিছু বিদেশি ফুটবলারের বায়োডাটা ইতিমধ্যেই এসে পৌঁছেছে ইস্টবেঙ্গলে। যার মধ্যে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় প্রোফাইল। বলা ভালো, ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে এই বিদেশিরা। তবে কতটা কার্যকর হবে, তা বোঝা যাবে ট্রান্সফার উইন্ডোতেই।

East Bengal: দলগঠনের কাজে জোর ইস্টবেঙ্গলের, নজরে হাইপ্রোফাইল বিদেশিরা
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2025 | 9:19 AM

কলকাতা: নতুন মরসুমে ঢেলে দল সাজানোর পরিকল্পনায় নেমেছে ইস্টবেঙ্গল। একাধিক বিদেশি আর বেশ কয়েকজন দেশিয় ফুটবলারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর দেওয়া তালিকা মেনেই দলগঠনের কাজে নেমেছেন লাল-হলুদ কর্তারা। হেড অব ফুটবল থাংবই সিংটোও ফুটবলার রিক্রুটের অপারেশনে নেমেছেন। বেশ কিছু বিদেশি ফুটবলারের বায়োডাটা ইতিমধ্যেই এসে পৌঁছেছে ইস্টবেঙ্গলে। যার মধ্যে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় প্রোফাইল। বলা ভালো, ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে এই বিদেশিরা। তবে কতটা কার্যকর হবে, তা বোঝা যাবে ট্রান্সফার উইন্ডোতেই।

মিগুয়েল ফেরেরা প্রায় পাকা ইস্টবেঙ্গলে। সার্বিয়ান স্টপার ইভান মিলাদিনোভিচের সঙ্গে কথাবার্তাও অনেকদূর এগিয়েছে। দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের সঙ্গে এই মরসুমেও চুক্তি আছে ইস্টবেঙ্গলের। অস্কারের উপরই নির্ভর করছে গ্রীক ফুটবলারকে তিনি রাখবেন কি না। তবে লোনে অন্য ক্লাবে না ছাড়লে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। সূত্রের খবর, দিমিত্রিয়সকে নিয়ে কিছুটা ধীরে চলো নীতিই নিচ্ছে ম্যানেজমেন্ট। এদিকে চোটের কবলে থাকা মাদিহ তালাল কবে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। হিজাজি মাহেরকে নিয়েও দোটানায় ম্যানেজমেন্ট। ছাড়তে গেলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এটাই ফ্যাক্টর। যদিও ইস্টবেঙ্গল কর্তারা মুখে বলছেন ভালো দল গড়তে বাজেট ফ্যাক্টর নয়।

সূত্রের খবর, ইরাক স্টার্স লিগে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিকের বায়োডাটা এসেছে ক্লাবে। এ বছর ইরাকের ক্লাব জাখো এফসির হয়ে ৩১ ম্যাচে ১৬ গোল করেছেন। বেশ আকর্ষণীয় প্রোফাইল। লাল-হলুদ ম্যানেজমেন্টও বেশ আগ্রহী গুস্তাভোকে নিয়ে।

প্যালেস্তাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রাশিদের বায়োডাটাও এসেছে ইস্টবেঙ্গলে। মূলত ডিফেন্সিভ ফুটবলার। ইন্দোনেশিয়ার একটি ক্লাবের হয়ে খেলেন। এছাড়া সৌদি প্রো লিগে খেলা হাইপ্রোফাইল ফুটবলার মৌরাদ বাতনার প্রতিও আগ্রহ দেখিয়েছে লাল-হলুদ। মূলত উইংয়ে খেলেন। এ বছর আল ফাতেহর হয়ে ১০টি গোলও করেছেন।

দেশিয় ফুটবলারের রিক্রুট ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। বিপিন সিংয়ের পাশাপাশি এবার এডমুন্ড লালরিন্ডিকও লাল-হলুদের পথে। ইন্টার কাশী থেকে এডমুন্ডকে নিচ্ছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে এর আগেও খেলেছেন। বেঙ্গালুরু থেকে লোনে এসেছিলেন। একটা ডার্বিতে অল্প সময়ে বেশ নজর কেড়েছিলেন। এছাড়া মেহতাব সিংকে নিয়ে কলকাতার দুই প্রধানই লড়াইয়ে আছে। মুম্বইকে বড় টাকা ট্রান্সফার ফি দিয়ে পঞ্জাব তনয়কে দলে নেওয়ার চেষ্টায় ইস্ট-মোহন।