Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Chhetri : কলকাতার ফুচকায় মজে ‘সুনীল’বাবু, খাইয়ে দিলেন স্ত্রী সোনম

Kolkata Phuchka : ফিটনেসের দিক থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে একই সারিতে রাখা যায়। দু-জনই ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন।

Sunil Chhetri : কলকাতার ফুচকায় মজে 'সুনীল'বাবু, খাইয়ে দিলেন স্ত্রী সোনম
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 12:01 AM

কলকাতা : পুরনো সেই বিজ্ঞাপনটা মনে পড়ে? ‘বাহ সুনীলবাবু…বড়িয়া হ্য়ায়’! ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকেও কি এখন তাই বলা যায়? আইএসএল শেষ হতে না হতেই শুরু হয়েছিল ভারত, মায়ানমার এবং কিরগিস্তানকে নিয়ে ত্রি-দেশীয় টুর্নামেন্ট। ব্যস্ততা কিছুটা কমেছে। তাই কলকাতায় পা রেখেছেন জাতীয় দলের অধিনায়ক। আসাটা মন্দ হয়নি। স্ত্রী, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলেছে। যে কোনও ক্রীড়াবিদই ফিটনেস নিয়ে পরিশ্রম করেন। হাতে গোনা কয়েকজন থাকেন যাঁরা ফিটনেস নিয়ে বাকিদের তুলনায় অনেক বেশি সচেতন। খাবারের ক্ষেত্রে অনেক নিয়ম মেনে চলেন। সুনীল ছেত্রীও তেমনই একজন। তাই তো এখনও তাঁর ফিটনেস যে কোনও কমবয়সি ক্রীড়াবিদের কাছেও ঈর্ষণীয়। কিন্তু ভালোবাসার কাছে কোনও হিসেব মেলে কি? স্ত্রী সোনমের আবদারে ফুচকার সুখ নিতে মানা করেননি। বিস্তারিত TV9Bangla-য়।

ফিটনেসের দিক থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে একই সারিতে রাখা যায়। দু-জনই ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন। এর জন্য় অনেক আত্মত্যাগও করতে হয়েছে। তালিকা থেকে বাদ দিতে হয়েছে পছন্দের খাবার। কোথাও না কোথাও গিয়ে একটা দিনের জন্য় তো নিয়ম ভাঙাও যায়! আর সেটা যদি ভালোবাসার মানুষের আবদার হয়! ইম্ফলে ত্রি-দেশীয় প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। প্রথম ম্য়াচে মায়ানমারকে ১-০ ব্য়বধানে হারিয়েছিল ভারতীয় দল। একমাত্র গোলটি করেছিলেন অনিরুদ্ধ থাপা। মায়ানমার বনাম কিরগিস্তান ম্য়াচ ড্র হয়। ফলে শেষ ম্য়াচে কিরগিস্তানের বিরুদ্ধে ড্র করলেই চ্য়াম্পিয়ন হত ভারত।

SUNIL_SONAM_FOOCHKA

কিরগিস্তানের বিরুদ্ধেও অনবদ্য় জয় ভারতের। ২-০ ব্য়বধানে জয়ে নজির গড়েছেন সুনীল ছেত্রী। সন্দেশ ঝিঙ্গানের গোলে এগিয়েছিল ভারত। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে রেকর্ড সুনীল ছেত্রীর। জাতীয় দলের জার্সিতে কেরিয়ারের ৮৫তম গোল তাঁর। কলকাতায় এএফসি এশিয়ান কাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্য়াচে ৮৪তম গোলে ছুঁয়েছিলেন কিংবদন্তি ফেরেন্স পুসকাসকে। ইম্ফলে কিরগিস্তানের বিরুদ্ধে গোলে পুসকাসকে ছাপিয়ে যান সুনীল ছেত্রী। কলকাতায় ফিরে স্ত্রীর পছন্দের জায়গায় ফুচকায় মজে সুনীল ছেত্রী। কলকাতা তাঁর কাছে নতুন নয়। দীর্ঘ কয়েক বছর ময়দানে খেলেছেন। এই ময়দান থেকেই ভারতীয় ফুটবলের তারকা হয়ে ওঠা সুনীল ছেত্রীর। এই শহরটা তাঁর বড়ই প্রিয়। এখন আরও বেশি প্রিয় হয়ে উঠেছে যেন। ভারতের আর এক কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যর কন্য়া সোনমের সঙ্গে বিয়ে হয়েছে সুনীলের। দীর্ঘ প্রেম বিয়ের পরিণতি পেয়েছে। সোনমই ইন্সটা স্টোরিতে লিখেছেন, ‘অবশেষে সুনীলকে আমার পুরনো আড্ডায় নিয়ে আসতে পারলাম।’ সুনীল ছেত্রীকে ফুচকা খাইয়ে দেওয়ার ছবিও পোস্ট করেছেন বেশ কয়েকটি।