AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeje Lalpekhlua: মিজোরামের স্বাস্থ্যমন্ত্রীকে হারিয়ে MLA হলেন দেশের প্রাক্তন ফুটবলার

Mizoram Assembly Elections 2023: জাতীয় দলে দীর্ঘদিন দাপিয়ে খেলেছেন জেজে লালপেখলুয়া। আন্তর্জাতিক ফুটবলে গোলও রয়েছে। তাঁর দুরন্ত গতি প্রতিপক্ষ ডিফেন্সকে চাপে রাখত। কলকাতা ময়দানে অতি পরিচিত মুখ জেজে লালপেখলুয়া। কলকাতার দুই প্রধানেই খেলেছেন। সাফল্যও পেয়েছেন। ইস্টবেঙ্গলে মাত্র এক মরসুম খেললেও মোহনবাগানে দীর্ঘ সময় খেলেছেন। সবুজ মেরুন সমর্থকদের অন্যতম প্রিয় ফুটবলার জেজে।

Jeje Lalpekhlua: মিজোরামের স্বাস্থ্যমন্ত্রীকে হারিয়ে MLA হলেন দেশের প্রাক্তন ফুটবলার
Image Credit: X
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 5:01 PM
Share

কলকাতা: অনেক প্রাক্তন ফুটবলারকেই অতীতে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন জাতীয় দলের আর এক ফুটবলার জেজে লালপেখলুয়া। শুধু নাম লিখিয়েছেনই নয়, মিজোরামের এই ফুটবলার জিতলেনও। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। রবিবার চার রাজ্যের ফল প্রকাশ হয়। মিজোরামের ফল প্রকাশ হল এ দিন। সাউথ তুইপুই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জেজে। একই কেন্দ্রে প্রার্থী ছিলেন মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী এমএনএফ-এর আর লালথানলিয়ানা। জোরাম পিপলস মুভমেন্টের (ZPM) প্রার্থী জেজে লালপেখলুয়া তাঁকেই হারিয়ে দিলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জাতীয় দলে দীর্ঘদিন দাপিয়ে খেলেছেন জেজে লালপেখলুয়া। আন্তর্জাতিক ফুটবলে গোলও রয়েছে। তাঁর দুরন্ত গতি প্রতিপক্ষ ডিফেন্সকে চাপে রাখত। কলকাতা ময়দানে অতি পরিচিত মুখ জেজে লালপেখলুয়া। কলকাতার দুই প্রধানেই খেলেছেন। সাফল্যও পেয়েছেন। ইস্টবেঙ্গলে মাত্র এক মরসুম খেললেও মোহনবাগানে দীর্ঘ সময় খেলেছেন। সবুজ মেরুন সমর্থকদের প্রিয় ফুটবলার।

অনূর্ধ্ব ১৯ স্তর থেকে অনূর্ধ্ব ২৩। বয়সভিত্তিক ফুটবল থেকে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন জেজে। দেশের হয়ে ৫৬ ম্যাচে ২৩ গোলও করেছেন। মোহনবাগানে ২০১৪-১৫ মরসুমে খেলেছিলেন। এরপর লোনে আরও দুই মরসুম খেলেন। আই লিগ, জাতীয় দল এবং অন্যান্য টুর্নামেন্টের পাশাপাশি খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগেও। চেন্নায়িন এফসিতে ৫৬ ম্যাচে ১৯ গোল করেছিলেন জেজে। রাজনীতির ময়দানেও তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলাররাও।