AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MBSG, ISL 2024-25: টানা দু-ম্যাচে পয়েন্ট নষ্ট, চাপ বাড়ছে মোহনবাগানের!

Chennaiyin FC vs Mohun Bagan Report: জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্রয়ে হতাশা বেড়েছিল। আরও একটা অ্যাওয়ে ম্যাচ। চেন্নাইয়ের ঘরের মাঠে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টকে। পয়েন্ট টেবলে শীর্ষে থাকলেও চাপ বাড়ল মোহনবাগানের।

MBSG, ISL 2024-25: টানা দু-ম্যাচে পয়েন্ট নষ্ট, চাপ বাড়ছে মোহনবাগানের!
Image Credit: X
| Updated on: Jan 21, 2025 | 9:37 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করছিল মোহনবাগান। টানা জয়ও আসছিল। সম্প্রতি একটি হারের পর জয়ের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু গত অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্রয়ে হতাশা বেড়েছিল। আরও একটা অ্যাওয়ে ম্যাচ। চেন্নাইয়ের ঘরের মাঠে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টকে। পয়েন্ট টেবলে শীর্ষে থাকলেও চাপ বাড়ল মোহনবাগানের।

চেন্নায়িন এফসিও দুর্দান্ত ছন্দে রয়েছে। মোহনবাগানের কাছে সহজ ছিল না এই ম্যাচ। তার সঙ্গে মোহনবাগানের বড় চিন্তা ছিলেন কিয়ান নাসিরি, প্রীতম কোটালের মতো একাধিক প্রাক্তনী। ইন্ডিয়ান সুপার লিগে শক্তির দিক থেকে সকলের চেয়ে এগিয়ে রাখা যায় মোহনবাগানকেই। মোলিনার যেন সুস্থ মাথাব্যথা। প্রথম একাদশে জায়গা পেতে লড়াই। আক্রমণ ভাগে দুর্দান্ত কিছু প্লেয়ার। কিন্তু সুযোগ তৈরি হলেও গত দু-ম্যাচের মতো এই চেন্নায়িনের বিরুদ্ধে স্কোরলাইন সুখের হল না।

ম্যাচের শেষ মুহূর্তে আরও বড় বিপদে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ের এক্কেবারে শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েছিল চেন্নায়িন। রায়ান এডওয়ার্ডের চেষ্টা। অল্পের জন্য় রক্ষা পায় মোহনবাগান। সাত মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। একাধিক পরিবর্তনও করেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। কাউন্টার অ্যাটাকে মোহনবাগান রক্ষণকেই চাপে রাখে চেন্নায়িন।

সদ্য কেরালা ব্লাস্টার্স থেকে চেন্নায়িনে লোনে যোগ দিয়েছেন মোহনবাগানের প্রাক্তনী প্রীতম কোটাল। সবুজ মেরুনের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। টানা দু-ম্যাচে কার্যত চার পয়েন্ট ‘নষ্ট’। চেন্নায়িনের বিরুদ্ধে গোলশূন্য ড্র। গত বারের লিগ শিল্ডজয়ী মোহনবাগানের অস্বস্তি বাড়ল।