ISL 2024-25, Mohun Bagan: এক গোলে পিছিয়ে, ঘরের মাঠে নামার আগে বার্তা মোহনবাগানের
ISL 2024-25, Mohun Bagan VS Jamshedpur FC: একটি ম্যাচে হারে চাপ বেড়েছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ ঘরের মাঠে জিততেই হবে মোহনবাগানকে। প্রতিপক্ষ টিমের কোচ খালিদ জামিল। এটা অবশ্যই ভাবনার বিষয়। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অন্যতম সেরা কোচ মানা হয় খালিদকে।

ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমে ইতিহাস গড়েছে মোহনবাগান। লিগ শিল্ড জিতেছে তারা। টানা দু-বার লিগ শিল্ড জয়। আইএসএলে এই রেকর্ড আর কারও নেই। শুধুমাত্র লিগ শিল্ড জিতেই সন্তুষ্ট থাকতে নারাজ মোহনবাগান। লক্ষ্য নকআউট ট্রফিও। এর জন্য অবশ্য তিনটে ম্যাচ জেতা প্রয়োজন ছিল মোহনবাগানের। যার একটি ম্যাচে হারে চাপ বেড়েছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ ঘরের মাঠে জিততেই হবে মোহনবাগানকে। প্রতিপক্ষ টিমের কোচ খালিদ জামিল। এটা অবশ্যই ভাবনার বিষয়। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অন্যতম সেরা কোচ মানা হয় খালিদকে।
আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেলেছে মোহনবাগান। এক গোলে পিছিয়ে পড়লেও দ্রুত সমতাও ফিরিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন। ১-২ ব্যবধানে হেরেছিল মোহনবাগান। ফলে দ্বিতীয় লেগে এক গোলে পিছিয়ে থেকে নামছে মোহনবাগান। তা নিয়ে অবশ্য অতিরিক্ত চিন্তা করতে নারাজ মোহনবাগান শিবির। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়। ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে হবে। ঘরের মাঠে নামার আগে বিশেষ বার্তাও দিল মোহনবাগান শিবির।
জামশেদপুরে ম্যাচ হারে যতটা না অস্বস্তি ছিল, তার চেয়ে বেশি হতাশা গ্যালারির ঘটনা নিয়ে। জেসন কামিংসের দুর্দান্ত গোলে সমতা ফিরিয়েছিল মোহনবাগান। জামশেদপুরে ম্যাচ দেখতে যাওয়া মোহনবাগান সমর্থকরা গ্যালারিতে সেলিব্রেশনে মেতে উঠবেন এটাই প্রত্যাশিত। প্রিয় দলের সমর্থন করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল। তাও আবার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। মোহনবাগান ক্লাবের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছিল।
জামশেদপুরে প্রিয় দলের ম্যাচে গিয়ে আক্রান্ত ৫ জন মোহনবাগান সমর্থকের হাতে গোলাপ ফুল ও ম্যাচের ভিআইপি টিকিট তুলে দিয়েছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা ও ফুটবলার জেমি ম্যাকলারেন। সঙ্গে ক্লাব সচিব বার্তাও দিয়েছিলেন, ‘মোহনবাগানের কাছে একটাই অস্ত্র। পায়ে ফুটবল। ওদের গোল দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে। সেটাই হবে আসল জবাব। বদলা নিতে হবে ওভাবে। আমরা অন্য কারও মতো মারদাঙ্গা করি না। সেটা শোভা পায় না। আমাদের বদলা নিতে হবে। সেটা খেলার মাধ্যমে। ফুটবলাররা দৃঢ়প্রতিজ্ঞ। ওদের জালে যতগুলো বল জড়ানো যাবে, সেটাই উচিত শিক্ষা।’
মোহনবাগান সমর্থকরাও মুখিয়ে রয়েছেন, ঘরের মাঠে অনবদ্য পারফরম্যান্সে জামশেদপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করুক। এতে যেমন প্রতিপক্ষকে জবাব দেওয়া হবে, তেমনই ট্রফির দিকে আরও এক ধাপ এগনো। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, সন্ধ্যা ৭.৩০, স্টার স্পোর্টসে সম্প্রচার, জিওহটস্টারে স্ট্রিমিং





