ISL, Mohun Bagan: বদলার ম্যাচ জিতে ছয়ে ছয়ের লক্ষ্যে মোহনবাগান
Mohun Bagan Super Giant vs Odisha FC Match Preview: আইএসএলে এখনও অল উইন রেকর্ড ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে শুভাশিসদের ঝুলিতে ১৫ পয়েন্ট। অন্য দিকে, ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলের চার নম্বরে ওড়িশা এফসি। রয় কৃষ্ণা, আহমেদ জাহুরা দুরন্ত ফর্মে রয়েছেন। বিপক্ষকে নিয়ে অবশ্যই সমীহ করছে মোহনবাগান। তবে নিজের দলের উপর আত্মবিশ্বাস রয়েছে বাগান কোচ হুয়ান ফেরান্দোর।

কলকাতা: ১০ দিনের ব্যবধানে আবারও সামনে ওড়িশা। এ বারে বদলার ম্যাচ মোহনবাগানের। এএফসি কাপের গ্রুপ পর্বে ঘরের মাঠে ওড়িশার কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল সবুজ-মেরুনকে। আজকের ম্যাচ গঙ্গাপারের ক্লাবের কাছে বদলার। ওড়িশার কাছে হারের পর আইএসএলে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে অবশ্য ঘুরে দাঁড়ায় ফেরান্দোর ছেলেরা। তবে ওড়িশা কাঁটা এখনও গলায় বিঁধে রয়েছে। আজ যুবভারতীতে সেই কাঁটাই উপড়ে ফেলতে চান ফেরান্দো। লোবেরার ওড়িশার বিরুদ্ধে বাগানের ম্যাচ তাই বদলার। শিবিরে চোটের তালিকা দীর্ঘ হলেও, হায়দরাবাদকে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি বাগানকে। যদিও গোলের দেখা পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মোহনবাগানকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইএসএলে এখনও অল উইন রেকর্ড ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে শুভাশিসদের ঝুলিতে ১৫ পয়েন্ট। অন্য দিকে, ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলের চার নম্বরে ওড়িশা এফসি। রয় কৃষ্ণা, আহমেদ জাহুরা দুরন্ত ফর্মে রয়েছেন। বিপক্ষকে নিয়ে অবশ্যই সমীহ করছে মোহনবাগান। তবে নিজের দলের উপর আত্মবিশ্বাস রয়েছে বাগান কোচ হুয়ান ফেরান্দোর।
মনবীরকে ওড়িশার বিরুদ্ধে পাওয়া নিয়েও সংশয় রয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন হুয়ান ফেরান্দো। এখনই মনবীরকে খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ বাগান টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পঞ্জাব তনয়কে পরখ করার ভাবনাও আছে। চোটের কারণে বাইরে দিমিত্রি পেত্রাতোস। আনোয়ার আর আশিক দীর্ঘদিন ধরেই সেই তালিকায় আছেন।
ফুটবলাররা ওড়িশা ম্যাচকে বদলার চোখে দেখলেও, কোচ ফেরান্দো অবশ্য তা মানতে নারাজ। তাঁর কাছে এটা একটা আলাদা ম্যাচ। টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মোহনবাগান প্রস্তুত আইএসএলের ছয়ে ছয় করতে।
মোহনবাগান বনাম ওড়িশা এফসি, রাত ৮টা, স্পোর্টস ১৮-এ সরাসরি সম্প্রচার





