AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দায়িত্ব ছাড়তে চেয়ে সভাপতিকে চিঠি আইএফএ সচিবের

মনে করা হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না বলেই সরে দাঁড়ালেন জয়দীপ মুখার্জি

দায়িত্ব ছাড়তে চেয়ে সভাপতিকে চিঠি আইএফএ সচিবের
পদত্যাগের ইচ্ছাপ্রকাশ আইএফএ সচিব জয়দীপ মুখার্জির।
| Updated on: Dec 26, 2020 | 1:54 PM
Share

কলকাতা: বছর শেষের সময়ে শহরে এখন উৎসবের মেজাজ। তার মধ্যেই ময়দানে আলোড়ন ফেলে দিল আইএফএ সচিব জয়দীপ মুখার্জির চিঠি। রাজ্য ফুটবল সংস্থার দায়িত্ব ছাড়তে চেয়ে সভাপতি আর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। তবে সামনেই যেহেতু আই লিগের মত বড় টুর্নামেন্ট। তাই আই লিগ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন জয়দীপ মুখার্জি।

দায়িত্ব পাওয়ার পর রাজ্য ফুটবল সংস্থায় জৌলুস ফেরাচ্ছেন জয়দীপ মুখার্জি। খোলনলচে বদলে ফেলেছিলেন আইএফএ অফিসের। ধার দেনাও মেটাচ্ছিলেন ধীরে ধীরে। এমনকি ইনভেস্টর নিয়ে এসেছেন। কোভিড পরিস্থিতিতেও এই বছর আই লিগের দ্বিতীয় ডিভিসনের কোয়ালিফায়ার আয়োজন করেছে আইএফএ। কয়েকদিন আগেই আইএফএ শিল্ড পুরোনো ফর্ম্যাটে। নতুন বছরের শুরুতে শুরু হচ্ছে আই লিগ। যার অন্যতম আয়োজক আইএফএ। আজ থেকে বায়ো বাবলে ঢুকতে শুরু করেছে আই লিগ দলগুলো।

আরও পড়ুন:বছর শেষেও উৎসব নেই ফাউলারের টিমে

এই পরিস্থিতিতে আইএফএ সচিবের পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ ময়দানে আলোড়ন তৈরি করেছে। হঠাৎ করে জয়দীপ মুখার্জির দায়িত্ব ছাড়তে ছাড়ার কারণ কী? সত্যিই কি ব্যক্তিগত কারণ? নাকি তার পদত্যাগের পেছনে কাজ করছে ময়দানের কোনও সমীকরণ। ময়দানে গুঞ্জন স্বাধীন ভাবে কাজ করতে নাকি অসুবিধা হচ্ছিল জয়দীপ মুখার্জির। অনেকেই সামনে আনছেন শুক্রবারের ঘটনার কথা। কন্যাশ্রী কাপে নিয়ম বিরুদ্ধ ফুটবলার খেলানোর অভিযোগে লাল-হলুদের ফাইনালে খেলা বাতিল করে পুলিস এসির সঙ্গে সেমিফাইনাল ম্যাচ রিপ্লে দেয় আইএফএ। এই সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, তার জন্য আইএফএ-র ওপর চাপ তৈরি করা হয়ে থাকতে পারে বলে ময়দানে জল্পনা। যা হয়ত মানতে পারেননি আইএফএ সচিব।