বছর শেষেও উৎসব নেই ফাউলারের টিমে
৬ ম্যাচ পর আইএসএলের তালিকায় সবার নীচে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয় অধরা লাল-হলুদের।

View this post on Instagram
বড়দিনে সান্তা ক্লজের কাছে জয় চাইছেন লাল-হলুদ জনতা। আইএসএলে ৬টা ম্যাচ গড়িয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেননি পিলকিংটন-মাঘোমারা। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ মুহূর্তে রক্ষণের ভুলে নিশ্চিত ৩ পয়েন্ট হাতছাড়া হয় লাল-হলুদের। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার আগে দলে রদবদল আনছেন কোচ রবি ফাউলার। এমনিতেই স্কোয়াডে থাকা বলবন্ত, গুরতেজদের ছেড়ে দিয়েছেন লিভারপুলের প্রাক্তনী। এ প্রসঙ্গে ফাউলারের সাফ জবাব, ‘পারফর্ম না করলে দল থেকে বাদ পড়তেই হবে। খারাপ সময়ে আমিও লিভারপুল থেকে বাদ পড়েছিলাম। আমি চাই, যারা দল থেকে বাদ পড়েছেন তারা অন্যত্র ভালো খেলে আমাকে ভুল প্রমাণ করুক।’
আরও পড়ুন:মহমেডানের টিডি শঙ্করলাল,ফিরলেন কিংসলে
দলের ফুটবলারদের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। বিশেষ করে রক্ষণের ভুলে বারবার গোল হজম করতে হচ্ছে। ৬ ম্যাচে এখনও পর্যন্ত ১১ গোল হজম করেছে এসসি ইস্টবেঙ্গল। একই সঙ্গে ভাগ্যেরও দোষ দিচ্ছেন লাল-হলুদ কোচ। খারাপ রেফারিংয়ের কথা ফের একবার উল্লেখ করেন রবি ফাউলার। চেন্নাইয়িন এফসির ক্রিভেলারো, সিলভেস্টারদের রোখাই প্রধান লক্ষ্য এসসি ইস্টবেঙ্গল কোচের। ৩ পয়েন্টের খোঁজে মরিয়া হয়েই ঝাঁপানোর বার্তা দিলেন লাল-হলুদ কোচ। যেন তেন প্রকারেন এ বছরের শেষ ম্যাচটা জিতে নতুন বছরের আগে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান রবি ফাউলার।
