AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

 Jyotiraditya Scindia: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে জার্সি তুলে দিলেন জন আব্রাহাম, নর্থ ইস্ট ইউনাইটেডের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী

ফুটবল হোক বা ক্রিকেট, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) খেলার প্রতি ভালোবাসা অটুট। সম্প্রতি তিনি দেখা করেছেন, বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে।

 Jyotiraditya Scindia: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে জার্সি তুলে দিলেন জন আব্রাহাম, নর্থ ইস্ট ইউনাইটেডের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে জার্সি তুলে দিলেন জন আব্রাহাম, নর্থ ইস্ট ইউনাইটেডের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রীImage Credit: X
| Updated on: Jun 18, 2025 | 4:49 PM
Share

ফুটবল হোক বা ক্রিকেট, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) খেলার প্রতি ভালোবাসা অটুট। সম্প্রতি তিনি দেখা করেছেন, বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে। আইএসএলের অন্যতম জনপ্রিয় দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মালিক জন। তাঁর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সিইও মান্দার তামহানের সঙ্গেও দেখা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। ইন্ডিয়ান সুপার লিগের এই দল যেভাবে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বার করছে, সে বিষয়ে প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

কয়েকদিন আগে, গোয়ালিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের চেয়ারম্যান মহানার্যমান সিন্ধিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমকে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। ছেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার পর এ বার দেখা গেল বাবার ফুটবলের প্রতি প্রেম। 

এক্স হ্যান্ডেলে জন আব্রাহাম, মান্দার তামহানের সঙ্গে একটি জার্সি হাতে ছবি শেয়ার করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন আব্রাহাম ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সিইওর মান্দার তামহানের সঙ্গে দেখা করে আনন্দিত বোধ করছি।’ 

একইসঙ্গে তিনি আরও লেখেন, ‘খেলাধুলার প্রতি গভীর আবেগ যাদের রয়েছে, সেই তরুণ প্রতিভাদের খুঁজে বের করার, তৈরি করার এবং সমর্থন করার জন্য আগ্রহী এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সব সময়ই আনন্দের। বিশেষ করে উত্তর-পূর্বে এই ভাবে প্রতিভা খুঁজে বের করা যথেষ্ট প্রশংসনীয়। এই অংশ দ্রুত ভারতের ক্রীড়া শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ফুটবলের প্রতি জনের অদম্য উৎসাহ এবং ভারতের মাটি থেকে মেসি বা রোনাল্ডোর মতো তারকার উত্থান দেখার স্বপ্ন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ওর জন্য এবং ওর দলের দুর্দান্ত সাফল্যের জন্য কামনা করছি।’

উল্লেখ্য, কয়েকদিন আগে গোয়ালিয়রে মধ্যপ্রদেশ লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এ বার তিনি দেশে ফুটবলার তৈরি হওয়া নিয়ে জানালেন নিজের ভাবনার কথা।