Mohun Bagan Election: মোহনবাগানে নির্বাচনের দামামা, অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ ক্লাব
Mohun Bagan club Election: নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য তিনিও মতামত দেন কার্যকরী কমিটিকে। সোসাইটি অ্যাক্ট না ক্লাব রুলস কোন নিয়মে ক্লাবের নির্বাচন প্রক্রিয়া হবে তা জানতেই অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হবে ক্লাব।

কলকাতা: বেজে গেল মোহনবাগান ক্লাবের নির্বাচনের দামামা। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা জানতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর দ্বারস্থ হবে মোহনবাগান ক্লাব। ৫ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হল। এদিন কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য তিনিও মতামত দেন কার্যকরী কমিটিকে। সোসাইটি অ্যাক্ট না ক্লাব রুলস কোন নিয়মে ক্লাবের নির্বাচন প্রক্রিয়া হবে তা জানতেই অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হবে ক্লাব।
সূত্রের খবর, পাঁচ সদস্যের নির্বাচনী কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক, জনি মুখোপাধ্যায়, সৌরিন্দ্র রায়, সোমা মুখোপাধ্যায়। মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘এজিএমে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। মোহনবাগানের এই কমিটি একমত। নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আইনের বাইরে গিয়ে এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। আজ পুরো নির্বাচনী কমিটি ঠিক হয়ে গিয়েছে। প্রকাশ্যে জানানো হচ্ছে না। সৃঞ্জয় বোস লিগ্যাল অপিনিয়ন দিয়েছেন। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা জানতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পরামর্শ নেওয়া হবে। ক্লাব নির্বাচনে যেতে চাইছে।’
১০ থেকে ১৫ দিনের ভেতর নোটিশ দেওয়া হবে। যাতে অন্যান্য সদস্যরা তাদের মতামত জানাতে পারে। ক্লাবের পুরনো রুলস আর সোসাইটি অ্যাক্টের যা নিয়মাবলী, তার আইনি পরামর্শ নেওয়া হবে।
প্রসঙ্গত ২০২১ সালে মোহনবাগান ক্লাবে সোসাইটি অ্যাক্ট আনা হয়। সেই নিয়মমতো ৩ বছরের বেশি একটা দিনও ক্লাবের পূর্বতন কমিটি ক্ষমতায় থাকতে পারে না। নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হয়। আবার ক্লাবের রুলস অনুযায়ী, মোহনবাগানের আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে। তার মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই সমস্যা সমাধানের জন্যই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে আইনি পরামর্শ নেওয়া হবে।
মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস বলেন, ‘বৈঠকে আমি সন্তুষ্ট। আমি আমার মতামত জানিয়েছি। ক্লাব যখন সোসাইটি অ্যাক্টের আওতায় এসেছে, তার কিছু মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং রুলস আছে। সেটাকে দেখতে হবে। ২০২২ সালের নির্বাচনে প্রতিপক্ষ না দাঁড়ানোয় তখন সোসাইটি আর ক্লাবের রুলসে কোনও কনফ্লিক্ট আসেনি।’
বোর্ড প্রথমে বোর্ড গঠনের দিকে যাচ্ছিল না। কিন্তু কুণাল ঘোষ বলেন যে আজকেই নির্বাচনী বোর্ড গঠন হোক। কর্মসমিতি সেই প্রস্তাব মেনে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে বোর্ড গঠন করেছে। সচিব আইনি পরামর্শ নেবেন বলেছিলেন। নির্বাচনী প্রক্রিয়া কী নিয়মে হবে। কুণাল ঘোষ এটর্নী জেনেরাল কিশোর দত্তের নাম প্রস্তাব করেন যেটা মিটিংয়ে সকলে উপস্থিত মেনে নেবেন।
