World Cup Qualifiers: ঘরের মাঠে ‘শেষ ম্যাচে’ গোল মেসির, অবসর প্রসঙ্গে বড়সড় মন্তব্য
ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। খেলার ৩৫ মিনিটে নিকোলাস গঞ্জালেজ গোল করে দলকে শুরুতে এগিয়ে দেন। ৭৯ মিনিটে ব্যবধান ২-০ করেন অ্যাঞ্জেল ডি'মারিয়া। ৩ মিনিট বাদে গোল লিওনেল মেসির।
বুয়েনস আইরেস: আর্জেন্টিনার (Argentina) জার্সিতে দেশের মাটিতে কি শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)? জল্পনা তুঙ্গে। ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে দেশের মাঠে শেষ ম্যাচ খেলছেন মেসি। শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে গোলও করেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর কথাতেও উঠে আসছে অবসর জল্পনা। যদিও আপাতত ইকুয়েডর ম্যাচ আর কাতার বিশ্বকাপ নিয়েই ভাবতে চান মেসি। একই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের পর অনেক বিষয় নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। দেখতে হবে, সেটা ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে।’ ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শক আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানায়। ম্যাচ শেষে দর্শকদের কাছ থেকে অভিবাদন কুড়োন এলএম টেন। বিশ্বকাপের আগে শনিবারই দেশের মাটিতে শেষ ম্যাচ খেলল আর্জেন্টিনা
ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। খেলার ৩৫ মিনিটে নিকোলাস গঞ্জালেজ গোল করে দলকে শুরুতে এগিয়ে দেন। ৭৯ মিনিটে ব্যবধান ২-০ করেন অ্যাঞ্জেল ডি’মারিয়া। ৩ মিনিট বাদে গোল লিওনেল মেসির। ভেনেজুয়েলার বক্সে দাঁড়িয়ে বল রিসিভ করে ডান পায়ে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের পর মেসি বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে এ রকমটাই আমি আশা করি। আমাদের দলও দুরন্ত পারফর্ম করে চলেছে। অনেক বছর বাদে আমি ভীষণ খুশি। দেশের হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদই আলাদা। সমর্থকরা যে ভালোবাসা দেখিয়েছে তা কখনও ভোলার নয়। আমি ওদের কাছে কৃতজ্ঞ। সব ঠিকঠাক ভাবে এগোচ্ছে। মাঠে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে।’
#SelecciónMayor ¡Gracias a todos!
Les dejamos este compacto de hoy para que disfruten de otro partido invicto de la #Scaloneta ?#SomosUno?? pic.twitter.com/A4UbJpvdBo
— Selección Argentina ?? (@Argentina) March 26, 2022
?️ Lionel #Messi: “No esperaba menos de la gente, de la unión que hay entre el público argentino y esta selección”.
— Selección Argentina ?? (@Argentina) March 26, 2022
⚽ @Argentina ?? 3 (Nicolás González, Ángel Di María y Lionel Messi) ? #Venezuela ?? 0
? ¡Final del partido en La Bombonera!
? El elenco comandado por Lionel Scaloni jugará el próximo martes ante #Ecuador ??
¡#VamosArgentina! ? pic.twitter.com/bhkyepS7Rq
— Selección Argentina ?? (@Argentina) March 26, 2022
একই সঙ্গে মেসি বলেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারে না। এত সুন্দর ভাবে আমাদের অভিবাদন জানানো হয়েছে, তা প্রশংসনীয়।’ বুধবার ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ইকুয়েডর। তবে স্কালোনির ছেলেরা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। কোপা চ্যাম্পিয়নরা টানা ৩০ ম্যাচ অপরাজিত। আর এই ধারা বজায় রেখেই এগিয়ে যেতে প্রস্তুত আর্জেন্টিনা।
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: কোন অঙ্কে খুলতে পারে স্মৃতিদের সেমিফাইনালের দরজা?