Lionel Messi : ইন্টার মায়ামিকে লিগস কাপ চ্যাম্পিয়ন করলেন মেসি
ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ফাইনাল জিতে লিগস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ক্লাবের হয়ে প্রথম খেতাব জিতলেন মেসি।

মায়ামি : মেসি আসতেই বদলে গেল সব। প্রথম ট্রফি ঘরে ঢুকল ইন্টার মায়ামির (Inter Miami)। ক্লাবে আর্জেন্টাইন মহাতারকা পা রাখার পর হার ভুলেই গিয়েছে দলটি। মেসি জাদুতে প্রথমবার লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে ওঠে তারা। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সকাল ছিল ফাইনাল ম্যাচ। গত ডিসেম্বরে ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের পর ইন্টার মায়ামিকে প্রথম বার লিগস কাপ চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। ন্যাশভিল এসসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল করেছিলেন। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মায়ামির অন্যতম কর্নধার ডেভিড বেকহ্যাম। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন মেসি (Lionel Messi)। এদিন মায়ামিকে চ্যাম্পিয়ন করার আরও এক নায়ক গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৯-৯ সমতায় থাকা অবস্থায় গোল করলেন তিনি। এরপর বিপক্ষের গোলকিপারের শট আটকে দলকে চ্যাম্পিয়ন করলেন। টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মায়ামি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থেকেছিল ফুটবল বিশ্ব। আরও একটি রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ খেললেন লিও, ইন্টার মায়ামির জার্সিতে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। শেষদিকে দুটি অনবদ্য সেভ করে মায়ামিকে রক্ষা করেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। টাইব্রেকারেও ৪-৪ সমতা ছিল। প্রথম শটে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর দুটি দলই ১টি করে শট মিস করে। ম্যারাথান পেনাল্টি শুট আউটে শেষমেশ ১০-৯ ব্যবধানে জয়ী মায়ামি।
মায়ামির জার্সিতে এদিন সাত নম্বর ম্যাচ ছিল মেসির। সাতটি ম্যাচে ১০ গোল। মায়ামির ইতিহাসে প্রথম খেতাব হলেও মেসির কেরিয়ারে এটি ৪৪ তম টাইটেল। খেতাব জয়ের নিরিখে যা রেকর্ড।
