Lionel Messi: চাইলেই রোনাল্ডোর সতীর্থ হতে পারতেন, সেই সুযোগ কেন নেননি মেসি?

Latest Updates Of Lionel Messi: পিএসজির সঙ্গে শেষের দিকে সম্পর্ক তলানিতে ঠেকেছিল মেসির। দল ছাড়ার সিদ্ধান্ত নেন। মেসির মতো মহাতারকাকে দলে টানতে ঝাপিয়েছিল একাধিক নাম করা দল। যার মধ্যে রয়েছে সৌদির একাধিক বড় দল। তবে সবছেড়ে প্যারিস ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। চাইলেই সৌদির দলে যোগ দিয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ হতে পারতেন তিনি। কিন্তু সেই সিন্ধান্ত নেননি। ডেভিড বেকহ্যামের টানে মায়ামিতেই নাম লেখান তিনি।

Lionel Messi: চাইলেই রোনাল্ডোর সতীর্থ হতে পারতেন, সেই সুযোগ কেন নেননি মেসি?
লিওনেল মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 3:38 PM

নয়াদিল্লি: চমকের সঙ্গে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi) । মায়ামিতে তাঁকে সাদরে গ্রহণ করেছে। ইতিমধ্যেই মায়ামিরল জার্সিতে ফুল ফোটাতে শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। যখন মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন ছড়িয়েছিল তখন শোনা গিয়েছিল সৌদি আরবের একাধিক নাম করা দল তাঁকে নিতে চেয়েছিল। তবে সব ছেড়ে মেজর লিগকে বেছে নেন মেসি। সবশেষে ডেভিড বেকহ্যামের মায়ামিতে যোগ দেন মহাতারকা। এ বার সৌদির অফার প্রসঙ্গে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পিএসজির সঙ্গে শেষের দিকে সম্পর্ক তলানিতে ঠেকেছিল মেসির। দল ছাড়ার সিদ্ধান্ত নেন। মেসির মতো মহাতারকাকে দলে টানতে ঝাপিয়েছিল একাধিক নাম করা দল। যার মধ্যে রয়েছে সৌদির একাধিক বড় দল। তবে সবছেড়ে প্যারিস ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। চাইলেই সৌদির দলে যোগ দিয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ হতে পারতেন তিনি। কিন্তু সেই সিন্ধান্ত নেননি। ডেভিড বেকহ্যামের টানে মায়ামিতেই নাম লেখান তিনি। এই প্রসঙ্গে আট বারের ব্যালেন ডি’অর জয়ী তারকা বলছেন, “প্যারিস ছাড়ার সময় আমার মাথায় প্রথম ছিল বার্সেলোনার নাম। তবে সেখানে ফেরা সম্ভব ছিল না। চেষ্টা করেছিলাম যদিও। কিন্ত ব্যর্থ হই। তবে সৌদিতে যাওয়ার সুযোগ ছিল। এই দেশটা যেভাবে ফুটবলে বিকাশ করছে তা দেখে ভালো লাগে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক খেলায় আরও এগোবে তারা। তবে শেষমেশ সৌদির দলে যাইনি। ”

মায়ামিতে যাওয়া নিয়ে জানান, বেকহ্যামের অনুরোধ ফেলতে পারেননি তিনি। তাই সব ছেড়ে মায়ামির জার্সিকেই বেছে নেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “বেকহ্যামের কথা রাখতেই হত আমায়। ওঁর অনুরোধ উপেক্ষা করতে পারিনি। ওঁৎ সঙ্গে পরিচয় বহুদিনের তবে এমন একটা সুযোগ পাবো তা ভাবিনি কখনও। ডেভিডের স্ত্রী ভিক্টোরিয়াও এই ব্যাপারে উৎসাহী ছিল। ওদের ডাকেই মায়ামাতিতে যাই।”