Lionel Messi : মার্কিন মুলুকে মেসির গোল উৎসব, ফাইনালে ইন্টার মায়ামি
ধবার ভোরে লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ ছিল ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের ঘরের মাঠে তাদেরকেই ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে মায়ামি।
মায়ামি : লিগস কাপের ফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি (Inter Miami)। সৌজন্য লিওনেল মেসি (Lionel Messi)। যখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পা দিয়েছেন সময়টা দারুণ কাটছে লিওনেল মেসি। এ যাবৎ ইন্টার মায়ামির হয়ে খেলা সবকটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ৬টি ম্যাচে ৯টি গোল। কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছিলেন। বুধবার ভোরে লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ ছিল ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের ঘরের মাঠে তাদেরকেই ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে মায়ামি। গোলের পাশে মেসি ছাড়া নাম লিখিয়েছেন হোসেফ মার্টিনেজ, জর্ডি আলবা এবং দাভিদ রুইজ। ফিলাডেলফিয়ার হয়ে একটি গোল করেন আলেহান্দ্রো বেদোয়া। আগামী রবিবার মায়ামির হয়ে প্রথম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মায়ামির জয় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। এদিনও শুরুতেই গোল পেয়ে যান মেসিরা। ম্যাচের তিন মিনিটে গোল করেন হোসেফ মার্টিনেজ। ম্যাচের ২০ মিনিটে ব্য়বধান দ্বিগুণ করেন মেসি। মায়ামির হয়ে ৬টি ম্যাচে ৯ গোল হয়ে গেল তাঁর। এদিন ৩০ মিটার দূর থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা। প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়া ফিলাডেলফিয়া ইউনিয়নের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে ১টি গোল করে ব্যবধান কমায় তারা। ৮৪ মিনিটে মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন দাভিদ রুইজ। এদিন মেসির যেমন ৯টি গোল হল তেমনই গত ৬টি ম্যাচে মায়ামির গোলসংখ্যা ২১।
আগামী রবিবার লিগস কাপের ফাইনাল। খেতাবি লড়াইয়ে ইন্টার মায়ামি খেলবে মেক্সিকোর ক্লাব মন্তেরেই অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে। লিগস কাপের ফাইনাল জিতলে নয়া ক্লাবের হয়ে ট্রফি জিতে মেজর লিগ সকারে প্রথম মরসুমের সূচনা করবেন মেসি। এমএলএসে তাঁর অভিষেক এখনও বাকি।