Lionel Messi : ঝুলিতে ৪৪টি ট্রফি, খেতাব জয়ে সবাইকে ছাপিয়ে G.O.A.T মেসি
৪৪টি ট্রফি জিতে সবচেয়ে বেশি খেতাবজয়ী ফুটবলার এখন লিওনেল মেসি। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত ৪৪টি ট্রফি। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে ভবিষ্যতে হয়তাে আরও ট্রফি জিতবেন।

মায়ামি : ইন্টার মায়ামির মতো ‘মৃতপ্রায়’ ক্লাবও জেগে উঠেছে তাঁর ছোঁয়ায়। লিওনেল মেসির (Lionel Messi) কৃতিত্ব এখানেই। ইউরোপ ছেড়ে ফুটবলের জনপ্রিয়তা তলানিতে এমন একটি দেশে গিয়েছেন লিওনেল মেসি। যে ক্লাবে যোগ দিয়েছেন, গত মরসুমে তার পারফরম্যান্স ছিল শূন্য। মাসখানেকের মধ্যে সেই দেশে, সেই ক্লাবের মধ্যে ফুটবল উন্মাদনা জাগিয়ে তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথম বার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে (Inter Miami) ট্রফি জিতিয়েছেন। ক্লাবের ইতিহাসে এটি প্রথম ট্রফি জয়। শুধু নয়া ক্লাবকে ট্রফি জেতানোই নয়, খেতাব জয়ের নিরিখে লিওনেল মেসি এখন সবার উপরে। ৪৪টি ট্রফি নিয়ে আর্জেন্টাইন মহাতারকা এখন ফুটবলের ইতিহাসে সর্বাধিক খেতাবজয়ী ফুটবলার। ধারেকাছেও নেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মেসির ক্যাবিনেটে ট্রফির সংখ্যাটা ক্রমবর্ধমান। গত বছরের ডিসেম্বরে ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি ট্রফিটি জিতে নিয়েছেন তিনি। দিয়োগো মারাদোনার পর কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। ট্রফি জয়ের খিদে তারপরও কমেনি। নয়া চ্যালেঞ্জ নিতে পৌঁছে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইন্টার মায়ামিতে পা দেওয়ার একমাসের মধ্যে ক্লাবকে এনে দিলেন প্রথম খেতাব। একইসঙ্গে প্রাক্তন সতীর্থ দানি আলভেজকে ছাপিয়ে ৪৩তম খেতাব জিতলেন।
👏 Felicidades capitán 👏
First trophy with the Club ✅ 44th career trophy ✅ Most trophies won in fútbol history ✅ pic.twitter.com/CO6u9peHxA
— Inter Miami CF (@InterMiamiCF) August 20, 2023
মেসির ৪৪টি খেতাবের মধ্যে ৩৫টি জিতেছেন বার্সেলোনায় থাকাকালীন। বার্সার হয়ে ১০টি লা লিগা, ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ, তিন বার ফিফা ক্লাব বিশ্বকাপ, ৭ বার কোপা দেল রে, ৮ বার সুপার কোপা ও তিন বার উয়েফা সুপার কাপ জিতেছেন। পিএসজির হয়ে দু’বার লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। একবার জিতেছেন ট্রফি দে চ্যাম্পিয়ন্স। লিওনেল মেসির আন্তর্জাতিক কেরিয়ারও বেশ সমৃদ্ধ। ফিফা মেনস ফুটবল বিশ্বকাপ তো রয়েছেই, আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপও জিতেছেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর লা ফিনালিসিমা জেতেন ১ বার। আর্জেন্টিনার হয়ে অলিম্পিক পদক জিতেছেন মেসি।