AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Scaloni: ভুরি ভুরি লোভনীয় অফার, বিশ্বকাপের পরেই কি আর্জেন্টিনাকে বিদায় স্কালোনির?

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে কি না তা জানতে এখনও একটা দিনের অপেক্ষা। তার মধ্যেই কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Lionel Scaloni: ভুরি ভুরি লোভনীয় অফার, বিশ্বকাপের পরেই কি আর্জেন্টিনাকে বিদায় স্কালোনির?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 4:56 PM
Share

দোহা: ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়। তাঁর অধীনে ২০২২ সালের জুনে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। রয়েছে টানা ৩৬টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। বছর শেষে আলবিসেলেস্তেদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে পা রাখার পিছনেও রয়েছে তাঁর মগজাস্ত্র। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির (Lionel Scaloni) কারিকুলাম ভিটা এমনই চমকপ্রদ। যার জেরে ইউরোপের বিখ্যাত ক্লাবগুলির থেকে ভুরি ভুরি লোভনীয় প্রস্তাব পাচ্ছেন মেসিদের কোচ। ৪৪ বছরের স্কালোনির সিভিতে অ্যাচিভমেন্টের পাশে এখনও ‘বিশ্বকাপজয়ী কোচ’ লেখা বাকি। তেমনটা হলে বিশ্বকাপ জয়ী কোচদের এলিট তালিকায় ঢুকে পড়বেন লিও। আর্জেন্টিনা ১৮ ডিসেম্বরের ফাইনাল (Qatar World Cup 2022) জিতুক বা হারুক, কোচ স্কালোনির মগজাস্ত্রকে পেতে মরিয়া ইউরোপিয়ান ক্লাবগুলি। তাহলে কি বিশ্বকাপের পরই আকাশি-সাদা শিবিরকে বিদায় জানাবেন স্কালোনি? জানাবে TV9 Bangla

২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার চুক্তি রয়েছে। গত সেপ্টেম্বর মাসে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চিকুই তাপিয়া গর্বের সঙ্গে ঘোষণা করে বলেন, “এটা বলতে ভীষণ গর্বিত অনুভব হচ্ছে যে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে কাজ করবেন লিওনেল স্কালোনি।” ফিনালিসিমা জয়ের মাস তিনেকের মধ্যে এই ঘোষণা। আগামী বিশ্বকাপ পর্যন্ত আকাশি-সাদা শিবিরের সঙ্গে তাঁর চুক্তি বাড়ায় খুশি ছিলেন স্কালোনিও। কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসিদের কোচ বলেছিলেন, “আমি আর্জেন্টিনার কোচের পদে কাজ চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনার মতো দলের সঙ্গে কে না থাকতে চায়? প্রেসিডেন্টের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে। আমরা বৈঠকে বসেছিলাম। জানি আরও অনেক কিছু করার বাকি। কিন্তু আমি এর জন্য প্রস্তুত।” বিশ্বকাপ চলাকালীন স্কালোনি এই বিষয়ে সামান্যও উচ্চবাচ্য করেননি। স্কালোনি আর্জেন্টিনার কোচের পদ ছাড়বেন কি না জানা নেই। তবে শোনা যাচ্ছে, বেশ কিছু নামি দামী ক্লাবের নিশানায় রয়েছেন ৪৪ বছরের আর্জেন্টাইন কোচ।

ফলে স্কালোনি বিশ্বকাপের আগে যাই বলুন, বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। সৌদি আরবের কাছে হার দিয়ে যে দল বিশ্বকাপ অভিযান শুরু করেছিল, তারাই ১৮ ডিসেম্বরের ফাইনালিস্ট টিম। এই অসাধ্য সাধনের পিছনে স্কালোনি কী কী পন্থা নিয়েছিলেন, সংবাদমাধ্যমের দৌলতে তা অজানা নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেলে স্কালোনিকে নিয়ে আকাশি-সাদা শিবিরের ভাবনার অবকাশ হয়তো থাকবে না। কিন্তু আর্জেন্টিনা যদি ফাইনাল হেরে যায়? সেক্ষেত্রে জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থেকেই যাবে। দলের মহাতারকা লিওনেল মেসি ইতিমধ্যেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। স্কালোনি বিদায়ের ধাক্কা সামলাতে পারবে তো আর্জেন্টাইনরা?