UEFA Champions League: আজ রাতে গুরু-শিষ্যের লড়াই
পেপ গুয়ার্দিওয়ালার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছেন মেসি। তার মধ্যে ২টোয় জিতেছেন আর ২টোয় হেরেছেন। পেপ বায়ার্নে কোচ থাকার সময় ২ বার তাঁর বিরুদ্ধে খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেখানে একটা ম্যাচে জিতেছেন, আরেকটায় হেরেছেন।
প্যারিস: পিএসজির (PSG) জার্সিতে এখনও সফল হননি। তিন ম্যাচ খেলে ফেললেও গোল পাননি। একটা ম্যাচে খেলেছেন ২৫ মিনিট। আরেকটা ম্যাচে ৬৫ মিনিট। প্যারিস সাঁ জাঁ-কে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতানোর সংকল্প নিয়েই বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখেছিলেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের ঝলক দেখা থেকে এখনও বঞ্চিত প্যারিস সমর্থকরা। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সামনে পিএসজি। প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওয়ালার (Pep Guardiola) সামনে জ্বলে ওঠার চ্যালেঞ্জ মেসির (Lionel Messi) সামনে।
সিটির বিরুদ্ধে নামার আগেই পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino) জানিয়ে দিয়েছেন, আজ রাতের ম্যাচে খেলছেন মেসি। হাঁটুর চোট সারিয়ে ফিট এলএম টেন। তবে সিটির বিরুদ্ধে শুরু থেকেই তিনি খেলবেন কিনা তা এখনও ঠিক করেননি পচেত্তিনো। গুরু পেপ গুয়ার্দিওয়ালার আমলে বার্সেলোনায় (FC Barcelona) সোনালী সময় কাটিয়েছেন লিওনেল মেসি। সেই স্মৃতি এখনও উজ্জ্বল। এরপর বার্সা ছেড়ে পেপ বায়ার্নে (Bayern Munich) গিয়েছেন। তারপর ম্যাঞ্চেস্টার সিটিতে। মাঝে অনেকবারই গুরুর বিরুদ্ধে খেলেছেন। তবে বরাবরই বার্সার জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার তিনিও দল পাল্টেছেন। নতুন করে প্রমাণের কিছু নেই। তবু নামের প্রতি সুবিচার করার প্রত্যাশার চাপ তো রয়েইছে।
২০০৮ থেকে ২০১২। চার বছর বার্সায় কোচিং করিয়েছেন পেপ। সেই সময়ে বার্সার হয়ে ১৪টা ট্রফি জিতেছেন পেপ। তার মধ্যে ৩টে লা লিগা আর ২টো চ্যাম্পিয়ন্স লিগ। গুয়ার্দিওয়ালার কোচিংয়ে ৪৭টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে ৪৩টা গোল করেছেন। জিতেছেন ২৮টা ম্যাচ। হেরেছেন মাত্র ৪টে ম্যাচে। পেপ গুয়ার্দিওয়ালার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছেন মেসি। তার মধ্যে ২টোয় জিতেছেন আর ২টোয় হেরেছেন। পেপ বায়ার্নে কোচ থাকার সময় ২ বার তাঁর বিরুদ্ধে খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেখানে একটা ম্যাচে জিতেছেন, আরেকটায় হেরেছেন। গোল করেছেন ২টো। গুয়ার্দিওয়ালা ম্যান সিটিতে দায়িত্ব নেওয়ার পর ১টায় মেসি জিতেছেন আরেকটায় হেরেছেন। একটা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ের বিরুদ্ধে ৪ ম্যাচে ৬ গোল আছে মেসির।
অতীতের রেকর্ড যাই থাকুক। এটা নতুন শুরু। নতুন উদ্যমে ফের দেখা যাবে পেপ-মেসি দ্বৈরথ। এলএম টেনকে রুখতে কখনও সফল হয়েছেন পেপ, আবার কখনও হননি। আজ রাতে গুরু-শিষ্যের লড়াইয়ে কে শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: IPL 2021 Orange Cap: সঞ্জুর দখলে আইপিএলের অরেঞ্জ ক্যাপ