AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: বিস্ফোরক ফেরান্দো, ফেডারেশনের দায়সারা মনোভাবে চটেছেন বাগান কোচ

এক সপ্তাহ পরেই শুরু আইএসএল। ২৩ তারিখ আইএসএল অভিযান শুরু মোহনবাগানের (Mohun Bagan)। প্রথম ম্যাচে বাগানের সামনে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। এ বারের আইএসএলে অভিষেক হতে চলেছে পঞ্জাবের। অন্যদিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন দল। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। লড়াই এ বার আরও কঠিন। তা মানছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

Mohun Bagan: বিস্ফোরক ফেরান্দো, ফেডারেশনের দায়সারা মনোভাবে চটেছেন বাগান কোচ
বিস্ফোরক ফেরান্দো, ফেডারেশনের দায়সারা মনোভাবে চটেছেন বাগান কোচImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 6:18 PM
Share

কলকাতা: এক সপ্তাহ পরেই শুরু আইএসএল। ২৩ তারিখ আইএসএল অভিযান শুরু মোহনবাগানের (Mohun Bagan)। প্রথম ম্যাচে বাগানের সামনে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। এ বারের আইএসএলে অভিষেক হতে চলেছে পঞ্জাবের। অন্যদিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন দল। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। লড়াই এ বার আরও কঠিন। তা মানছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ৮ থেকে ৯টা দল আইএসএলে (ISL) এবার বেশ শক্তিশালী। মনে করছেন বাগানের স্প্যানিশ কোচ। আইএসএলের খেতাব ধরে রাখার পাশাপাশি এএফসি কাপেও ভালো পারফরমেন্স করতে সচেষ্ট মোহনবাগান। বিস্তারিত রইল TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

এ দিকে ক্লাব বনাম দেশ লড়াই চলছেই। যে ইস্যুতে এ বার ফেডারেশনের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন ফেরান্দো। কিংস কাপে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান আশিক কুরুনিয়ান। শহরে ফিরে দেখা যায় আশিকের চোট মারাত্মক। আর তাতেই চটেছেন ফেরান্দো। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলতে গিয়ে চোট পায় আশিক। ফেডারেশন আমাদের আশিকের চোটের ব্যাপারে কিছুই জানায়নি। জাতীয় দলের মেডিক্যাল টিমের কোনও হেলদোলই নেই। শহরে ফিরে আশিকের চোট পরীক্ষার পর দেখা যায় ওর লিগামেন্টের চোট বেশ গুরুতর। অনেকদিন ওকে বাইরে থাকতে হবে। ফেডারেশনের এমন ভূমিকায় আমি হতাশ।’ লিস্টন কোলাসোকে কি এশিয়ান গেমসের জন্য ছাড়া হবে? ফেরান্দোর উত্তর, ‘সিনিয়র দল থেকে কোনও ফুটবলারকে ছাড়ার খবর আমার কাছে অন্তত নেই।’ বাগান কোচের কথাতেই স্পষ্ট লিস্টনকে এশিয়াডের জন্য ছাড়ছে না মোহনবাগান। এশিয়ান গেমস ফিফা অনুমোদিত নয়। তাই ফিফা ক্যালেন্ডার দেখেই সব কোচেরা প্ল্যানিং শুরু করে দিয়েছে। এখানেই দেখা গিয়েছে বিপত্তি। এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ দল ঘোষণা করলেও, ফুটবলারদের ছাড়তে রাজি নয় আইএসএলের ক্লাবগুলো।

এ দিকে আইএসএলের ট্রফি নিজেদের কাছে রেখে দেওয়ার মরিয়া চেষ্টা চালাতে তৈরি শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোসরা। ড্রেসিংরুমকে উজ্জীবিত রাখতে বিশ্বকাপার জেসন কামিংসের ভূমিকা কতটা তাও জানাতে ভুললেন না দিমিত্রিরা।