Football Transfer News: ইস্টবেঙ্গলের বিদেশিকে মাঝপথে হাইজ্যাক মোহনবাগানের! সবুজ-মেরুনের পথে রবসন?
এখন থেকেই আগামী মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সামনেই আবার এসিএল ২ এর মতো বড় প্রতিযোগিতায় খেলবে সবুজ-মেরুন।

কলকাতা: আবারও একবার লাল-হলুদের টার্গেটে থাবা বসাল সবুজ-মেরুন। ইস্টবেঙ্গলের বহুদিনের টার্গেট প্রাক্তন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে ছিনিয়ে নিল মোহনবাগান। অতীতে বসুন্ধরা কিংসকে একাধিক সাফল্য দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার। এর আগেও বাংলাদেশের লিগ থেকে সোনি নর্দেকে নিয়েছিল মোহনবাগান। তিনিও দারুণ সফল ছিলেন। রবিনহোও কি নর্দের স্মৃতচি ফেরাবেন বাগানে?
এখন থেকেই আগামী মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সামনেই আবার এসিএল ২ এর মতো বড় প্রতিযোগিতায় খেলবে সবুজ-মেরুন। গঙ্গা পারের এই ক্লাব এই মরসুমে দ্বি-মুকুট জিতেছে। এখনও বাকি সুপার কাপ। স্বপ্নের মরসুম চলছে মোহনবাগানের। দলের চ্যাম্পিয়ন প্লেয়ারদের ছড়াছড়ি। একাধিক হাই প্রোফাইল বিদেশি রয়েছে। তাও দলকে আরও শক্তিশালী করতে আসরে নেমে পড়েছে বাগান ম্যানেজমেন্ট।
এইবার নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বহুদিনের টার্গেট করা বিদেশি রবসনকে নিতে চলেছে সবুজ-মেরুন। স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের বদলে সবুজ-মেরুনে আগমন ঘটতে চলেছে রবসনের। ময়দানে কান পাতলে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। আগের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো নিজের প্রাক্তন ছাত্রকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর আর্থিক চাহিদা শুনে পিছিয়ে আসে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে এ বার সবুজ-মেরুনের পথে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছেন রবসন রবিনহো।
কয়েক মাস আগেই ব্রাজিলের এক ক্লাবে অল্প সময়ের চুক্তিতে সই করেছিলেন। সেখানেই ব্রাজিলের সুপারস্টার নেইমারের বিপক্ষে খেলেছেন রবসন। তিনি কেমন প্লেয়ার, ভালোই জানেন সবুজ-মেরুন সমর্থকরা। রবসনের আগমনে সবুজ-মেরুনের আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।





