‘মোটা’ হওয়ার জবাব দিলেন নেইমার
পেরুর বিরুদ্ধে দেশের জার্সিতে নিজের ৬৯ তম গোলটি করেন নেইমার। আর তারপরই সমালোচকদের একহাত নেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সাও পাওলো: সমালোচকদের জবাব দিলেন নেইমার (Neymar)। পেরুর বিরুদ্ধে গোল করেই সমালোচকদের বিরুদ্ধে সরব ব্রাজিলিয়ান তারকা। কোপা আমেরিকার ফাইনাল হারের পর নেইমারকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছিল। ছুটি কাটানোর সময় নেইমারের ছবি দেখে সমালোচকরা তাঁকে মোটা বলেছিলেন। কেউ কেউ বলেছিলেন, ‘নেইমারের ওজন অনেক ভারী হয়ে গিয়েছে। ওরে শরীর ফুটবলের জন্য আর উপযুক্ত নয়।’ তাঁর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
পেরুর বিরুদ্ধে দেশের জার্সিতে নিজের ৬৯ তম গোলটি করেন নেইমার। আর তারপরই সমালোচকদের একহাত নেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গোল করার পর জার্সি তুলে নিজের শরীরের অ্যাব্স দেখান তিনি। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘মোটা শরীর ফুটবলের জন্য ভালো।’
View this post on Instagram
পেরুর বিরুদ্ধে গোল করার পাশাপাশি একটা অ্যাসিস্টও করেন ব্রাজিলিয়ান তারকা। ২৯ বছরের এই ফুটবলার ইনস্টাগ্রামে আরও লেখেন, ‘জার্সিটা লার্জ সাইজের। পরের ম্যাচে আমি মিডিয়াম সাইজের জার্সি অর্ডার দেব।’ সমালোচকদের এক হাত নিয়ে আরও লেখেন, ‘আমরা কি ভালো খেলেছি? না। আমরা কি জিতেছি? হ্যাঁ।’ এর সঙ্গে যোগ করে বলেন, ‘আমি জানিনা সমর্থকদের সম্মান পাওয়ার জন্য আমাকে আর কি করতে হবে। এটা স্বাভাবিক নয়।’
ব্রাজিলের জার্সিতে ৬৯ তম গোল করার পাশাপাশি বিশ্বকাপে ১২ তম গোল করলেন নেইমার। ব্রাজিলের ফুটবলারদের মধ্যে যে রেকর্ড। প্রাক বিশ্বকাপে লাতিন আমেরিকা জোনে শীর্ষে রয়েছে ব্রাজিল। এখনো একটাও ম্যাচ হারেনি সেলেকাওরা।
আরও পড়ুন: কেরলের শাহজাদ খেলবেন নেইমারের সঙ্গে