AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stephen Constantine: মাত্র দু’দিনেই মোহভঙ্গ! দ্রুত পাকিস্তান ছাড়তে চান ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ

Pakistan Football Team: পাকিস্তানের ফুটবল পরিকাঠামো দেখে বেশ বিরক্ত স্টিফেন কনস্ট্যান্টাইন। সেখানকার ট্রেনিং ফেসিলিটি, ফুটবল মাঠ, ফুটবলারদের থাকা-খাওয়ার ব্যবস্থা দেখে চক্ষু চড়কগাছ ব্রিটিশ কোচের। বলছেন, 'আমি এরকম অব্যবস্থা কোথাও দেখিনি। এমনকি নয়ের দশকেও এমন পরিকাঠামো ছিল না।' ফুটবলারদের ট্রেনিং গ্রাউন্ড, টিম হোটেল অন্যত্র সরানোর আবেদন করেছেন ব্রিটিশ কোচ। এমনকি দেশে ফেরার টিকিট দেওয়ার আর্জিও জানিয়েছেন স্টিফেন কনস্ট্যান্টাইন।

Stephen Constantine: মাত্র দু'দিনেই মোহভঙ্গ! দ্রুত পাকিস্তান ছাড়তে চান ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Image Credit: X
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 8:29 PM
Share

কলকাতা: মাত্র দু’দিনেই মোহভঙ্গ! দ্রুত পাকিস্তান ছাড়তে চান স্টিফেন কনস্ট্যান্টাইন। কয়েকদিন আগেই পাকিস্তানের ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন স্টিফেন। অতীতে ভারতের জাতীয় ফুটবল দলে কোচিং করিয়েছেন। এমনকি গত বছর ইস্টবেঙ্গলেও কোচিং করান তিনি। যদিও তাঁর কোচিংয়ে লাল-হলুদের ফল আশানুরূপ হয়নি। তাই মরসুম শেষ হতেই স্টিফেনকে ছাঁটাই করে দেয় ইস্টবেঙ্গল। চাকরি হারানোর এতদিন পর নতুন চাকরি পেয়েছিলেন। তাতেও মন বসছে না ব্রিটিশ কোচের। বরং যত দ্রুত সম্ভব সেই চাকরি ছাড়তে চান তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের ফুটবল পরিকাঠামো দেখে বেশ বিরক্ত স্টিফেন কনস্ট্যান্টাইন। সেখানকার ট্রেনিং ফেসিলিটি, ফুটবল মাঠ, ফুটবলারদের থাকা-খাওয়ার ব্যবস্থা দেখে চক্ষু চড়কগাছ ব্রিটিশ কোচের। বলছেন, ‘আমি এরকম অব্যবস্থা কোথাও দেখিনি। এমনকি নয়ের দশকেও এমন পরিকাঠামো ছিল না।’ ফুটবলারদের ট্রেনিং গ্রাউন্ড, টিম হোটেল অন্যত্র সরানোর আবেদন করেছেন ব্রিটিশ কোচ। এমনকি নরম্যালাইজেশন কমিটির কাছে দেশে ফেরার টিকিট দেওয়ার আর্জিও জানিয়েছেন স্টিফেন কনস্ট্যান্টাইন।

কোচের কথা শুনতেই টনক নড়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশনের। সামনের সপ্তাহেই বেশ কয়েকটি ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে সে দেশের ফুটবল পরিকাঠামো নিয়ে তুলোধনা করেছেন কোচ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসরে নেমেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।