AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UEFA Champions League 2024 final: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বরুসিয়া ডর্টমুন্ড, আশাবাদী পল ল্যামবার্ট

Real Madrid vs Borussia Dortmund: ১৯৯৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে ছিল বরুসিয়া। টিভি৯ এর সিনিয়র পরামর্শদাতা কৌশিক মৌলিক সম্প্রতি স্কটিশ তারকা ফুটবলার পল ল্যামবার্টের সাক্ষাৎকার নিয়েছেন। যেখানে পল তাঁর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে বর্তমান বরুসিয়া টিম সম্পর্কে ধারনা জানিয়েছেন।

UEFA Champions League 2024 final: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বরুসিয়া ডর্টমুন্ড, আশাবাদী পল ল্যামবার্ট
UEFA Champions League 2024 final: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বরুসিয়া ডর্টমুন্ড, আশাবাদী পল ল্যামবার্ট
| Updated on: Jun 01, 2024 | 1:16 PM
Share

নয়াদিল্লি: ওয়েম্বলিতে আজ মহারণ। ভারতীয় সময় অনুসারে আজ গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। যে টিমটার নজর ১৫তম খেতাবে। অপরদিকে মাত্র ১ বারের চ্যাম্পিয়ন বরুসিয়া। এ বার নিউজ ৯-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বরুসিয়ার প্রাক্তন তারকা ফুটবলার পল ল্যামবার্ট জানালেন, রিয়াল মাদ্রিদকে হারানোর ক্ষমতা রাখে তাঁর প্রাক্তন দল।

১৯৯৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে ছিল বরুসিয়া। টিভি৯ এর সিনিয়র পরামর্শদাতা কৌশিক মৌলিক সম্প্রতি স্কটিশ তারকা ফুটবলার পল ল্যামবার্টের সাক্ষাৎকার নিয়েছেন। যেখানে পল তাঁর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে বর্তমান বরুসিয়া টিম সম্পর্কে ধারনা জানিয়েছেন।

টিভি৯ এর সিনিয়র পরামর্শদাতা কৌশিক মৌলিক স্কটিশ তারকা পলকে ইংল্যান্ডের ফুটবলার জুডে বেলিংহ্যামের খেলার ধরন সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে পর বলেন, ‘জুডে বেলিংহ্যাম একজন দুর্দান্ত ফুটবলার। আমার মতে রিয়াল মাদ্রিদের পাল্টা আক্রমণ নিয়ন্ত্রণে রাখার ওপর নজর রাখতে হবে বরুসিয়াকে। কয়েক বছর আগে আমি ডর্টমুন্ডের অনুশীলন থেকে শুরু করে সবকিছু দেখেছি। ওখানে সেরা ফুটবলরারা রয়েছে। তবে আমার মনে হয় ডর্টমুন্ড ভালো করেই রিয়াল মাদ্রিদের পাল্টা আক্রমণের ব্যাপারে অবগত। ট্যাকটিকল ফাউল করার ওদের নজর দিতে হবে। ওরা যে ধরনের খেলে সেটাই খেলতে হবে। তবে বেলিংহ্যাম, ভিনিসিয়াস, রড্রিগোদের বিরুদ্ধে বিশেষ সতর্ক হতে হবে ডর্টমুন্ডকে।’

দ্বিতীয় বার কি ডর্টমুন্ড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাবে? তার উত্তর পাওয়া যাবে রাত পোহালেই। তার আগে বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন ফুটবলার পল ল্যামবার্ট ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন নিউজ ৯ এর সাক্ষাৎকারে। পল বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ আমরা যখন জিতেছিলাম, তখন সেটা একটা বিরাট টুর্নামেন্ট ছিল। সকলেই ওই টুর্নামেন্ট জিততে চাইত। আশা করি আমরা এ বার ফের চ্যাম্পিয়ন হব।’

১৯৯৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বরুসিয়া। অতীতে ফিরে পল বলেন, ‘আমার সময় একটা দারুণ দলের হয়ে খেলেছি। একটা বিশেষ টিম, একটা বিশেষ ক্লাব এবং অবশ্যই আমাদের পাশে ছিল দারুণ ভক্তরা। সর্বত্রই নজরে পড়েছিল কালো ও হলুদ জার্সিধারীরা। আমরা দারুণ ম্যাচ খেলেছিলাম। দুটো দলই অসাধারণ পারফর্ম করেছিল। যদিও ওই সময় জুভেন্টাস ফেভারিট ছিল, কিন্তু আমরাও খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিলাম।’

পল মনে করেন ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে এ বার হারিয়ে দিতে পারে বরুসিয়া ডর্টমুন্ড। তিনি বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল জেতা। যখন দলের ছেলেরা এই খেতাব জিতবে, ওরা কিংবদন্তি হয়ে উঠবে। ফাইনালে যা-ই হোক না কেন, ভক্তরা বরুসিয়াকে সমর্থন করবে। ম্যাচের শুরু থেকে শেষ অবধি ভক্তরা ১০০ শতাংশ টিমের পাশে থাকবে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে ডর্টমুন্ডের। সকলেই জানে ম্যাচটা কঠিন হবে। ডর্টমুন্ডের থেকে রিয়ালের চাপ বেশি। কারণ অনেকেই মনে করেন রিয়াল মাদ্রিদ জিতবে। ডর্টমুন্ডের হারানোর কিছু নেই। ৯০ মিনিট নিজেদের উজাড় করে দিতে পারলেই চ্যাম্পিয়ন হবে বরুসিয়া।’

৩-২ ব্যবধানে এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জিতবে বরুসিয়া ডর্টমুন্ড। এমন ভবিষ্যদ্বাণী করেছেন স্কট তারকা।