QAT vs ECU Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Nov 19, 2022 | 8:00 PM

Qatar vs Ecuador FIFA world Cup 2022 Live Match Score: রাত পোহালেই কাতার বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কাতার এবং ইকুয়েডর।

QAT vs ECU Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ
QAT vs ECU Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ

দোহা: দেখতে দেখতে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। আগামীকাল, ২০ নভেম্বর থেকে প্রায় এক মাস গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অবধি চলবে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-এ-তে রয়েছে কাতার এবং ইকুয়েডর।

এ বারের ফুটবল বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি আগামীকাল রবিবার (২০ নভেম্বর) হবে।

কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি আল বায়াত স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে রাত ৯.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াড –

গোলকিপার: সাদ আল সিব, মিশাল বর্শিম, ইউসুফ হাসান

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আব্দুল করিম হাসান, তারিক সলমন, মুসাব খাদের, হামাম আল-আমিন, বসম আল-রাবি, বোয়ালেম খোকি, জসিম জাবের

মিডফিল্ডার: আব্দুলআজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলি আসাদ, সালেম আল হাজরি, করিম বদিয়াফ, আসিম মাদবো, মুস্তাফা তারিক মিশাল

ফরোয়ার্ড: আক্রম আফিফ, আহমেদ আলা, মুহম্মদ মান্তারি, হাসান আল হেদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-মোজেলি, নায়েফ আল-হাদরামি

কাতারের কোচ – ফেলিক্স স্যাঞ্চেজ

কাতারের অধিনায়ক – হাসান আল-হেদস

বিশ্বকাপের জন্য ইকুয়েডরের স্কোয়াড –

গোলকিপার: আলেকাজান্ডার ডমিনগেজ, হার্নান গালিন্দেজ, মোজেস রামিরেজ

ডিফেন্ডার: পার্ভিস এস্তাপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, পিয়েরো হিনক্য়াপি, জাভিয়ের আরেগা, দিয়েগো পালাসিও, জ্যাকসন পোরোজো, রবার্ট আর্বোলেদা, ফেলিক্স তোরেস, উইলিয়াম পাশো

মিডফিল্ডার: মোজেস কাইসাদো, হোসে সিফান্তেস, অ্যালান ফ্র্যাঙ্কো, হেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাতা, অ্যাঞ্জেল মিনা, আর্তন প্রেসাদো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্তো

ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা, জর্কায়েফ রিয়োস্কো, কেভিন রডরিগেজ

ইকুয়েডরের কোচ: গুস্তোভো আলফারো

ইকুয়েডরের অধিনায়ক: এনার ভ্যালেন্সিয়া

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla