AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2021-22: অনুশীলনে রাজু, মাঝমাঠ নিয়ে চিন্তায় লাল-হলুদ কোচ

আজ বল পায়ে অনুশীলন করলেন রাজু গায়কোয়াড় (Raju Gaikwad)। চোট কাটিয়ে ডার্বিতে খেলতে পারেন রাজু।

ISL 2021-22: অনুশীলনে রাজু, মাঝমাঠ নিয়ে চিন্তায় লাল-হলুদ কোচ
ISL 2021-22: অনুশীলনে রাজু, মাঝমাঠ নিয়ে চিন্তায় লাল-হলুদ কোচ (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Nov 22, 2021 | 6:26 PM
Share

ভাস্কো: জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় আসেনি। শনিবার বড় ম্যাচ। খাতায়-কলমে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) চেয়ে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লাল-হলুদের মাঝমাঠ চিন্তায় রাখতে বাধ্য কোচ দিয়াজকে (Manuel Diaz)।

এ বারের আইএসএলে (ISL) একেবারে কম্প্যাক্ট টিম এটিকে মোহনবাগান। প্রতিটা বিভাগেই সেরা ফুটবলাররা খেলছেন। বিশেষ করে বাগানের মাঝেমাঠ আর আক্রমণভাগ অনেক শক্তিশালী। জামশেদপুর ম্যাচ দেখে চিন্তায় ঘুম উড়েছে লাল-হলুদ কোচেরও। আজ বল পায়ে অনুশীলন করলেন রাজু গায়কোয়াড় (Raju Gaikwad)। চোট কাটিয়ে ডার্বিতে খেলতে পারেন রাজু। অভিজ্ঞ এই ডিফেন্ডার ফিরলে দলের রক্ষণভাগ অনেকটাই মজবুত হবে। দুই ফুলব্যাক টমিস্লাভ মার্সেলা আর ফ্রাঞ্জো পর্চের কাঁধেই থাকবে রয় কৃষ্ণা, মনবীরদের আটকানোর দায়িত্ব। এবারের আইএসএলে প্রথম এগারোয় খেলছে চার বিদেশি। এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে দিয়াজের কাছে। মহম্মদ রফিককে রাইট ব্যাকে খেলাচ্ছেন লাল হলুদ কোচ। সে জায়গায় ডার্বিতে খেলতে পারেন রাজু। আদিল খানের মতো স্টপার গত ম্যাচে বেঞ্চেই বসে ছিলেন। ডাচ মিডিও ড্যারেন সিডুলকেও গত ম্যাচে খেলাননি। এসসি ইস্টবেঙ্গলের দেশীয় ফুটবলাররা অনেক তাড়াতাড়ি হতোদ্যম হয়ে পড়ছেন। এটাই ভাবাচ্ছে দিয়াজকে। তাই ডার্বিতে অতিরিক্ত লং পাসের বদলে ছোট পাসে ফুটবলারদের খেলার নির্দেশ দিচ্ছেন কোচ। শনিবারের বড় ম্যাচে শুরু থেকে জ্যাকিচাঁদকে খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এখন থেকেই তার অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন দিয়াজ।

জামশেদপুরের বিরুদ্ধে চিমাকে সে ভাবে খেলতে দেখা যায়নি। সাপ্লাই লাইন ঠিক ভাবে কাজ না করায় বলের জোগানও পাননি চিমা। তবে আন্তোনিও পেরোসেভিচের পারফরম্যান্স আশ্বস্ত করেছে কোচকে‌। হাতে সময় অত্যন্ত কম। এরই মধ্যে ডার্বির রণনীতি সাজিয়ে ফেলাই চ্যালেঞ্জ মানোলোর সামনে।

আরও পড়ুন: ISL 2021-22: পেরোসেভিচকে নিয়ে সতর্ক প্রীতম-শুভাশিসরা