UEFA Champions League: মেয়েদের ম্যাচ দেখতে রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দেয় বার্সেলোনা। ম্যাচে দুরন্ত পারফর্ম করে অ্যালেক্সিয়া পুত্রেয়া, ক্লদিয়া পিনারা। খেলার শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে বার্সার মেয়েরা।
বার্সেলোনা: অভিনব দৃশ্য দেখল বুধবার রাতের ন্যু ক্যাম্প। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের (Real Madrid) মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (FC Barcelona)। এল ক্লাসিকো দেখতে উপচে পড়েছিল ন্যু ক্যাম্প। মেয়েদের খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিল ৯১ হাজার ৫৫৩ দর্শক। যা সর্বকালীন রেকর্ড। মেয়েদের ফুটবল ম্যাচ দেখতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে। রোজ বোলে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিনের মেয়েদের ফাইনাল দেখতে হাজির হয়েছিল ৯০ হাজার ১৮৫ দর্শক। ২০১২ লন্ডন অলিম্পিক ফাইনালে হাজির হয়েছিল ৮০ হাজার ২০৩ দর্শক। সেই ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের লিগে এর আগে মেয়েদের ম্যাচে সর্বাধিক দর্শক হয়েছিল বার্সেলোনা বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচে। সেই ম্যাচে ৬০ হাজার ৭৩৯ দর্শক হয়েছিল স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দেয় বার্সেলোনা। ম্যাচে দুরন্ত পারফর্ম করে অ্যালেক্সিয়া পুত্রেয়া, ক্লদিয়া পিনারা। খেলার শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে বার্সার মেয়েরা। রিয়াল দ্বিতীয়ার্ধে ২-১ এগিয়ে গেলেও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫২ থেকে ৭০ মিনিট বিপক্ষকে ছারখার করে দেয় বার্সেলোনা।
Time to edit the Guinness Book pic.twitter.com/C86Ox5BapY
— FC Barcelona (@FCBarcelona) March 30, 2022
ম্যচের পর ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুত্রেয়া বলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যিই অসাধারণ। ম্যাচ শেষের পরও দর্শকরা স্টেডিয়াম ছাড়তে চাইছিল না। সত্যিই অনবদ্য।’ বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার পেজে লেখে, ‘মেয়েদের ফুটবলে বিশ্বরেকর্ড। এত সংখ্যক দর্শক এর আগে কখনও কোথাও হাজির হয়নি।’
অ্যাগ্রিগেটে ৮-৩ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে বার্সা। আর্সেনাল আর উল্ফসবার্গের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলবে বার্সেলোনা। সাধারণ যোহান ক্রুয়েফ স্টেডিয়ামেই হোম ম্যাচ খেলে বার্সেলোনার মেয়েরা। সেখানে দর্শকাসন ৬ হাজার। ন্যু ক্যাম্পে দর্শকসংখ্যা ৯৯ হাজার।