লাল-হলুদ ছেড়ে ইংল্যান্ডের ক্লাবের পথে ফাউলার!
লিগ ওয়ানে এ বারে অবনমন হয়ে গেছে সুইন্ডন টাউনের। ম্যানেজারের পদ থেকে আগেই অব্যহতি দিয়েছেন জন শেরিডান। সহকারী কোচ টমি রাইটের তত্ত্বাবধানেও পাল্টায়নি দলের ভাগ্য। তাই ফাউলারকে দলে নিয়ে ভাগ্য পাল্টাতে চাইছে সুইন্ডন টাউনও।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
কলকাতা: এসসি ইস্টবেঙ্গলে এখনও কাটেনি ক্লাব-ইনভেস্টর দোলাচল। শ্রী সিমেন্টের চুক্তিপত্রে এখনও সই করেননি ইস্টবেঙ্গল কর্তারা। সময় পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হচ্ছে না। কোচ রবি ফাউলার ছেড়ে এবার লাল-হলুদ ছেড়ে ইংল্যান্ডের পথে। লিগ ওয়ানে খেলা ক্লাব সুইন্ডন টাউনের কোচ হওয়ার পথে ফাউলার।
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ড ফুটবলে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করতে চান লিভারপুলের প্রাক্তনী। অস্ট্রেলিয়ান লিগে খেলা ব্রিসবেন রোর হয়ে দু’বছর দায়িত্ব সামলেছেন। আইএসএলে খেলা এসসি ইস্টবেঙ্গলে গত মরসুমে কোচিং করিয়েছেন। এ বার ইংল্যান্ডে কোচিং করিয়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন ফাউলার। এ ছাড়া লাল-হলুদের ভবিষ্যত এখনও অন্ধকারে। আইএসএলে খেলা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। ৬ মাস পেরিয়ে গেলেও বিনিয়োগকারী সংস্থার চুক্তিপত্রে সই করেননি ক্লাব কর্তারা। ফলে দলগঠনেও হাল ছেড়ে দিয়েছে বিনিয়োগকারী সংস্থা। কোনও ফুটবলার, সাপোর্ট স্টাফদের রাখার ব্যাপারে জোরাজুরিও করছেন না তারা। মে অবধি প্রত্যেক ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে। তারপর চুক্তি বাড়ানো হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মাত্তি স্টেইনম্যানের সঙ্গে ২ বছরের চুক্তি থাকলেও তিনি অন্য ক্লাবে সই করেছেন। কোচ রবি ফাউলারের সঙ্গেও ২ বছরের চুক্তি রয়েছে এসসি ইস্টবেঙ্গলের। চুক্তিপত্রে ক্লাব সই না করলে কাউকে আটকাবে না বিনিয়োগকারী সংস্থা।
আরও পড়ুন:ফেডারেশনের অনুরোধ ফেরাল AFC
লিগ ওয়ানে এ বারে অবনমন হয়ে গেছে সুইন্ডন টাউনের। ম্যানেজারের পদ থেকে আগেই অব্যহতি দিয়েছেন জন শেরিডান। সহকারী কোচ টমি রাইটের তত্ত্বাবধানেও পাল্টায়নি দলের ভাগ্য। তাই ফাউলারকে দলে নিয়ে ভাগ্য পাল্টাতে চাইছে সুইন্ডন টাউনও।