Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোনাল্ডোই চিরকালের ক্যাপ্টেন, বলছেন পর্তুগালের কোচ

পর্তুগালের (Portugal) কোচ ফের্নান্দো সান্তোস (Fernando Santos) কিন্তু বলে দিয়েছেন, ওই ঘটনা ঘটা সত্ত্বেও রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্যাপ্টেন্সিতে কোনও প্রভাব পড়বে না। তিনি চিরকাল পর্তুগালের (Portugal) ক্যাপ্টেন থাকবেন।

রোনাল্ডোই চিরকালের ক্যাপ্টেন, বলছেন পর্তুগালের কোচ
রোনাল্ডোর পাশে পর্তুগালের কোচ। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 3:09 PM

মাদ্রিদ: প্রাক বিশ্বকাপের আর্ম ব্যান্ড ছুড়ে ফেলার জন্য কি ক্যাপ্টেন্সি খোয়াতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? সার্বিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে রোনাল্ডোর গোল বাতিল করেন ওই ম্যাচের রেফারি। কিন্তু গোললাইন টেকনোলজি না থাকার জন্য তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। শেষ পর্যন্ত ২-২ ড্র করেছে রোনাল্ডোর দেশ পর্তুগাল। যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন সিআর সেভেন।

আরও পড়ুন: স্পেন-কসোভো ম্যাচ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন

পর্তুগালের (Portugal) কোচ ফের্নান্দো সান্তোস (Fernando Santos) কিন্তু বলে দিয়েছেন, ওই ঘটনা ঘটা সত্ত্বেও রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্যাপ্টেন্সিতে কোনও প্রভাব পড়বে না। তিনি চিরকাল পর্তুগালের (Portugal) ক্যাপ্টেন থাকবেন। সান্তোসের কথায়, ‘রোনাল্ডোই ক্যাপ্টেন। ওর হাতেই থাকবে আর্মব্যান্ড। ক্রিশ্চিয়ানো জাতীয় উদাহরণ। এমন কিছু ঘটেনি, যা নিয়ে এত ভাবতে হবে। ক্রিশ্চিয়ানো ওই পরিস্থিতিতে চরম হতাশ ছিল। এটা ভুলে গেলে চলবে না, আমরা এমন একজন প্লেয়ারকে নিয়ে কথা বলছি, যে ওই সময় জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল।’ সিআর সেভেনের ওই গোল শেষ মুহূর্তে গোললাইন সেভ করেছিলেন সার্বিয়ান ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ। ঘটনা হল, রিপ্লেতে দেখা গিয়েছে, গোল দিতেও পারতেন রেফারি। কিন্তু ভিএআর না থাকায় তা সম্ভব হয়নি। ম্যাচের ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি পরে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন পর্তুগালের কোচ সান্তোসের কাছে। সান্তোসও পরিষ্কার বলেছেন, ‘অনেকেই হয়তো বলবে, ওর আচরণ ঠিক ছিল না। কিন্তু এ নিয়ে কথা বলার কোনও জায়গা নেই। ক্রিশ্চিয়ানোই ক্যাপ্টেন। এটা খুব ভালো করে জানিয়ে দিতে চাই।’