AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কে পাবে ব্যালন ডি’অর, কী বললেন বড় রোনাল্ডো

ব্যালন ডি'অর নিয়ে যদিও অন্য নাম বেছে নিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা বড় রোনাল্ডো (Ronaldo)।

কে পাবে ব্যালন ডি'অর, কী বললেন বড় রোনাল্ডো
ব্যালন ডি অর (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Oct 17, 2021 | 9:18 AM
Share

রিও দে জেনেইরো: ৩০ জনের নাম প্রকাশ করেছেন একটি ফরাসি পত্রিকা। ব্যালন ডি অরের (Ballon d’Or) দৌড়ে আবার লড়াই মেসি-রোনাল্ডোর। ফুটবল প্রেমীদের মতে কোপা চ্যাম্পিয়ন হওয়ায় সিআর সেভেনের (CR7) থেকে অনেকটাই এগিয়ে থাকবেন লিও মেসি (Messi)। আর্জেন্টিনার অধিনায়কই পেতে পারেন ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর নিয়ে যদিও অন্য নাম বেছে নিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা বড় রোনাল্ডো (Ronaldo)। জোড়া ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোর তালিকায় নেই ক্রিশ্চিয়ানো বা মেসির নাম। সম্ভাব্য বিজয়ী হিসেবে তিনি বেছে নিয়েছেন ফ্রান্সের তারকা করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ফ্রান্স জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে আছেন বেঞ্জেমা। ফুটবল মহলের একটা অংশের মতে কেরিয়ারের সেরা ছন্দে আছেন তিনি।

ইউরো কাপে ৪ গোল করে, সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন ফারাসি স্ট্রাইকার। নেশনস লিগের সেমিফাইনাল ও ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ফেসবুকে রোনাল্ডো লিখেছেন, ‘আমার চোখে এ বারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা।’

১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। ফুটবল বিশ্বের অন্যতম লেজেন্ডের মতে, গত মরসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেঞ্জেমে যে ধারাবাহিতকা দেখিয়েছেন, তেমনটা দেখাতে পারেননি তালিকায় থাকা আর কোনও ফুটবলার। রোনাল্ডোর ভাষায় এ বার বেঞ্জেমা ছিলেন ‘ব্রুটাল’, অর্থাৎ ধংস্বাত্মক।

ব্যালন ডি’অরের তালিকায় এ বার মেসি, রোনাল্ডো, লেওয়ানডক্সি, নেইমার, এমবাপে, রহিম স্টার্লিং, জর্জিনহোর মত ফুটবলার রয়েছেন। ফুটবলমহলের মতে, মেসির পাশাপাশি লেভানডক্সি ও জর্জিনহো ব্যালন ডি’অর পাওয়ার অন্যতম দাবিদার। কেউই বেঞ্জেমাকে তালিকার রাখতে চাইছেন না। যদিও রোনাল্ডোর তালিকায় এক নম্বর ফরাসি স্ট্রাইকার।

আরও পড়ুন: ফার্গুসনের সমালোচনার জবাব দিলেন সোল্কজায়ের

আরও পড়ুন:  Lionel Messi: ‘মাকে ক্ষমা করে দিও মেসি’