AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabrina Wittmann: সীমানা পেরিয়ে… বিশ্ব ফুটবলের প্রেরণা জার্মান কোচ সাবরিনা!

World Football News: জেন্ডার নয়, যোগ্যতাই আসল। দূরদর্শিতা, পরিকল্পনা এবং প্রেরণা জোগানোর দক্ষতা। সামগ্রিক যোগ্যতার ভিত্তিতেই সাবরিনাকে কোচ হিসেবে নিয়োগ করেছিল এফসি ইনগোলস্টাড। কাঁধে অনেক বড় দায়িত্ব। তেমনই জার্মান ফুটবলে নতুন যুগের শুরু হয়েছিল।

Sabrina Wittmann: সীমানা পেরিয়ে... বিশ্ব ফুটবলের প্রেরণা জার্মান কোচ সাবরিনা!
Image Credit: OWN Arrangement
| Updated on: Sep 05, 2025 | 4:43 PM
Share

সাবরিনা উইৎম্যান কোচিং দুনিয়ায় শুধু একটা নাম নয়, প্রেরণাও। ইতিহাস অনেক আগেই গড়েছিলেন। জার্মানির পেশাদার ফুটবলে পুরুষ দলের প্রথম মহিলা কোচ সাবরিনা উইৎম্যান। তাঁর এই নিয়োগ বিশ্ব ফুটবলে একটা বার্তাও দিয়েছিল। জেন্ডার নয়, যোগ্যতাই আসল। দূরদর্শিতা, পরিকল্পনা এবং প্রেরণা জোগানোর দক্ষতা। সামগ্রিক যোগ্যতার ভিত্তিতেই সাবরিনাকে কোচ হিসেবে নিয়োগ করেছিল এফসি ইনগোলস্টাড। কাঁধে অনেক বড় দায়িত্ব। তেমনই জার্মান ফুটবলে নতুন যুগের শুরু হয়েছিল।

ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রেসিডেন্ট কৌশিক মৌলিকের একাধিক বার সুযোগ হয়েছে খুব কাছ থেকে এফসি ইনগোলস্টাডের কোচ সাবরিনার সঙ্গে কথা বলার। তাঁর সম্পর্কে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন কৌশিক মৌলিক। তাঁর কথায়, ‘সাবরিনার মধ্যে সাহস, প্রত্যয় এবং নিজের দায়িত্ব সম্পর্কে স্বচ্ছতা রয়েছে। সকলের সম্মান আদায় করে নিতে জানে। তাঁর লিডারশিপ সমস্ত কিছু ছাপিয়ে যাওয়া, প্রেরণা জোগানোর মতোই।’

আইএফসির প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘ওঁর সঙ্গে যখন কথা হয়, একটা বিষয় লক্ষ্য করেছি। সাবরিনার মধ্যে যেমন নমনীয়তা রয়েছে তেমনই লৌহকঠিন দৃঢ়তাও। নিজের সম্পর্কে খুবই কম কথা বলে। টিম, প্লেয়ার, প্রস্তুতি এসব নিয়েই বেশি শোনা যায়। সাবরিনার ব্যক্তিত্ব মুগ্ধ করার মতোই।’ এফসি ইনগোলস্টাডের ম্যানেজিং ডিরেক্টর দিয়েমেতর বিয়ের্সদর্ফার যেমন সাবরিনার সম্পর্কে বলে থাকেন, ‘নতুন প্রতিভা তুলে আনা, টিমের উন্নতি, প্রত্যেককে নিজের দক্ষতা সম্পর্কে উপলব্ধি করানো, টিমকে সাফল্য দেওয়া। ওর মধ্যে সবরকম গুণই রয়েছে।’

সাবরিনার উত্থানের কাহিনি এফসি ইনগোলস্টাড কিংবা জার্মানি ছাপিয়ে বিশ্ব ফুটবলেও উদাহরণ তৈরি করেছে এবং আগামীতেও করবে। ওঁর সাহস অগুণতি প্রতিভাকে প্রেরণা জোগাবে। তেমনই যাঁরা ফুটবলে রোল মডেল খোঁজেন, তাঁদের জন্য়ও উদাহরণ সাবরিনা। যে কোনও ক্ষেত্রেই রোলমডেল খুবই প্রয়োজন। যাঁরা ওঁকে ফুটবল মাঠে টেকনিক্যাল এরিয়ায় দেখবে, তাঁদের মধ্যেও একটা প্রত্যাশা তৈরি হবে যে, সাবরিনা পারলে তাঁরাও পারবেন।