East Bengal: মে মাসেই ইস্টবেঙ্গল মাঠে ভাইজানের শো!

East Bengal Club : সলমনের সঙ্গে আরও অনেক বলি তারকাও পারফর্ম করতে পারেন ইস্টবেঙ্গল মাঠের সেই অনুষ্ঠানে। প্রসঙ্গত, কোভিডের কারণে শেষ কয়েক বছর ধরে শতবর্ষ উপলক্ষে বিশাল আকারে কোনও অনুষ্ঠান করতে পারেনি ইস্টবেঙ্গল। ভাইজানের শো হলে এক কাজে দু'কাজ হয়ে যেতে পারে।

East Bengal: মে মাসেই ইস্টবেঙ্গল মাঠে ভাইজানের শো!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 11:16 PM

কলকাতা : আভাস মিলেছিল মোহনবাগান মাঠে আইএসএল চ্যাম্পিয়নের বিজয়োৎসবে। সলমন খানের অনুষ্ঠান হতে পারে ইস্টবেঙ্গল মাঠে। খবরটা এ বার ক্রমশ জোরদার হল। ইস্টবেঙ্গল মাঠে দেখা যেতে পারে সলমন খান নাইট। সূত্রের খবর, ১৩ মে হতে পারে সেই অনুষ্ঠান। কথাবার্তা অনেকটাই পাকা। শুধু সরকারি ঘোষণার অপেক্ষা। নতুন মরসুমের জন্য কোচ ঠিক করতে এখন ব্যস্ত ইস্টবেঙ্গল কর্তারা। দফায় দফায় ইনভেস্টর কর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন লাল-হলুদ কর্তারা। এরই মাঝে বলিউড সুপারস্টারের অনুষ্ঠানের আয়োজন হবে ইস্টবেঙ্গল মাঠে। বেশ কয়েক বছর আগে সিনেমার প্রমোশনে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন শাহরুখ খান। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারও এসেছেন লাল-হলুদ তাঁবুতে। এ বার ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলেছেন ভাইজান। বিস্তারিত TV9Bangla-য়।

এপ্রিলেই কলকাতায় সলমন খানের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠান পিছিয়ে যায়। সূত্রের খবর, মে মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন ভাইজান। সোমবার ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শনে আসছে সলমনের টিম। ইস্টবেঙ্গল ক্লাব এখনও বিষয়টিকে গোপন রেখেছে। ক্লাবের এক কর্তা বলেন, ‘আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে। তবে আমরা সরকারি ভাবে এখনও কোনও চিঠি পাইনি। তাই চূড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।’

সলমনের সঙ্গে আরও অনেক বলি তারকাও পারফর্ম করতে পারেন ইস্টবেঙ্গল মাঠের সেই অনুষ্ঠানে। প্রসঙ্গত, কোভিডের কারণে শেষ কয়েক বছর ধরে শতবর্ষ উপলক্ষে বিশাল আকারে কোনও অনুষ্ঠান করতে পারেনি ইস্টবেঙ্গল। ভাইজানের শো হলে এক কাজে দু’কাজ হয়ে যেতে পারে।