AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2021-22: প্রশ্ন থামাতে দিয়াজের লক্ষ্য আজ চেন্নাইয়িন

এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ (Jose Manuel Diaz) ভালোই জানেন, চেন্নাইয়িনকে হারাতে না পারলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। দিয়াজ বলেন, 'ডেড বল সিচুয়েশনে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের রক্ষণকে আরও সচেতন হতে হবে। মানসিক ভাবে আরও উদ্বুদ্ধ থাকতে হবে।'

ISL 2021-22: প্রশ্ন থামাতে দিয়াজের লক্ষ্য আজ চেন্নাইয়িন
এসসি ইস্টবেঙ্গলের অনুশীলন। ছবি: SCEB মিডিয়া
| Edited By: | Updated on: Dec 03, 2021 | 9:01 AM
Share

ভাস্কো: প্রথম ম্যাচে ড্র। পরের দু’ম্যাচে বড় হার। তিন ম্যাচে ১০ গোল হজম এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। মাঝমাঠ আর রক্ষণ একেবারে নড়বড়ে। লাল-হলুদ ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

আজ বিকেলে এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennayin FC)। ২ ম্যাচে ৬ পয়েন্ট ব্যান্ডোভিচের ছেলেদের ঝুলিতে। ছাংতে, রহিম আলি, অনিরুদ্ধ থাপা, লালরিনজুয়ালাদের মতো দেশি ফুটবলাররা আছেন চেন্নাই দলে। এছাড়া কোম্যান, দামজানোভিচরাও ভালো ফুটবল খেলছেন। অন্তত লাল-হলুদের বিদেশি ফুটবলারদের চেয়ে অনেকটা এগিয়ে চেন্নাইয়িন এফসি।

এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ (Jose Manuel Diaz) ভালোই জানেন, চেন্নাইয়িনকে হারাতে না পারলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। দিয়াজ বলেন, ‘ডেড বল সিচুয়েশনে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের রক্ষণকে আরও সচেতন হতে হবে। মানসিক ভাবে আরও উদ্বুদ্ধ থাকতে হবে।’ একই সঙ্গে বলেন, ‘গত ম্যাচে আমরা হারলেও ৪ গোল করেছি। আমরা যে ভাবে গোল করেছি সেটা আমাদের পজিটিভ দিক। আমাদের আক্রমণ ভাগ ক্লিক করছে। তবে ফুটবলে ভারসাম্য প্রয়োজন। বিপক্ষ দল যদি আমাদের চেয়ে বেশি গোল করে তার মানে বুঝতে হবে আমাদের রক্ষণ সংগঠন ঠিকঠাক হয়নি।’

প্রতিপক্ষকে সমীহও করছেন মানোলো দিয়াজ। অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য এখনও চোট সারিয়ে সুস্থ হননি। সেই তালিকায় যোগ হয়েছেন জ্যাকিচাঁদ সিং। চেন্নাইয়িনের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন আদিল খান। তবে দলের কম্বিনেশন যাই হোক, ৩ পয়েন্টের খোঁজে মরিয়া লাল-হলুদ সমর্থকরা। গোয়ায় ফুটবলারদের জঘন্য পারফরম্যান্স দেখেই মোটেই স্বস্তিতে নেই তাঁরা। একটা জয়ই পারে দমবন্ধ পরিস্থিতি থেকে সমর্থকদের মুক্তি দিতে।

আরও পড়ুন: Mohun Bagan: বাজল ভোটের দামামা, শীতের মরসুমে উত্তাপ শুরু গঙ্গাপারের ক্লাবে