AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubho Paul : কলকাতা লিগের জন্য মোহনবাগানে প্রায় নিশ্চিত শুভ পাল

Mohun Bagan : ১৯ বছরের হাওড়ার এই তরুণ ফুটবলার আপাতত ট্রায়ালে রয়েছেন। প্রাথমিকভাবে কোচদের ভীষণ পছন্দ তিনি।

Shubho Paul : কলকাতা লিগের জন্য মোহনবাগানে প্রায় নিশ্চিত শুভ পাল
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 1:04 PM
Share

কলকাতা: বছর দুয়েক আগের কথা। বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব ১৯ টিম ঘোষণা হতেই হইচই পড়ে গিয়েছে এ দেশে। কারণ ৬৪টা দেশ থেকে ৬৫৪ জন ফুটবলারের মধ্যে যে ১৫ জনকে বেছে নিয়েছিল বিখ্যাত জার্মান ক্লাবটি তাঁদের মধ্যে একজন ছিলেন বছর সতেরোর শুভ পাল (Shubho Paul)। হাওড়ার সালকিয়ার থেকে সোজা বায়ার্নে পৌঁছে যাওয়া, স্বপ্নের চেয়ে কিছু কম ছিল না। সব ঠিকঠাক থাকলে রাজ্যের এই ফুটবল প্রতিভাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। কলকাতা লিগের জন্য মোহনবাগানে সই করতে চলেছেন শুভ পাল। ১৯ বছরের হাওড়ার এই তরুণ ফুটবলার আপাতত ট্রায়ালে রয়েছেন। প্রাথমিকভাবে কোচদের ভীষণ পছন্দ তিনি। কাগজে সইসাবুদ এখনও না হলেও মৌখিকভাবে সব কিছু পাকা। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

আগামী ২৫ জুন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। লিগে মোহনবাগানকে কোচিং করাবেন বাস্তব রায়। তাঁর তত্ত্বাবধানেই অনুশীলন সারছে সবুজ মেরুন। এই লিগ থেকেই নতুন নাম ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ নামে মাঠে নামছে সবুজ মেরুন। কিয়ান নাসিরির মতো তরুণ ফুটবলার দলে রয়েছেন। এর পাশাপাশি শুভ পালকে প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। আপাতত কলকাতা লিগের কথা ভেবে তাঁকে সই করাতে চলেছে মোহনবাগান। এখনই সিনিয়র দলের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। তার জন্য কলকাতা লিগে ভালো পারফর্ম করে দেখাতে হবে। তবেই হুয়ান ফেরান্দোর টিমে এন্ট্রি হতে পারে শুভ পালের।

২০১৬ সালে বেঙ্গালুরু এফসিতে ডাক পান শুভ। কিন্তু সেখানে আবাসিক শিবির না থাকায় সুদেবা এফসিতে যোগ দেন। সেখান থেকেই সুযোগ পান ভারতীয় অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলে। দেশের হয়ে দুটো সাফ কাপ, এএফসি কাপ খেলেছেন বাংলার স্ট্রাইকার। অনূর্ধ্ব-১৩ আই লিগে ১৩ ম্যাচে ৫৮ গোল করেছিলেন শুভ। অনূর্ধ্ব ১৩ লিগে শুভর পারফরম্যান্স দেখে টুইট করেছিলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এরপর সালকিয়ার ছেলের স্বপ্নের উড়ান। পুরো দক্ষিণ এশিয়া থেকে বায়ার্ন টিমে সুযোগ পেয়েছিলেন তিনি। এ বার মোহনবাগানের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় শুভ।