AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Chettri : শীঘ্রই আসছে জুনিয়র ছেত্রী, ঘরোয়া অনুষ্ঠানে সাধ খেলেন সুনীল-জায়া

সাধ অনুষ্ঠান উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল। বিশেষ দিনে সুনীল ও সোনম দু'জনের পরণেই হলুদের ছোঁয়া।

Sunil Chettri : শীঘ্রই আসছে জুনিয়র ছেত্রী, ঘরোয়া অনুষ্ঠানে সাধ খেলেন সুনীল-জায়া
Image Credit: Instagram
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 2:08 PM
Share

কলকাতা : সময়টা দারুণ উপভোগ করছেন জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chettri)। গোলের বন্যা চলছেই। সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। ট্রফির হ্যাটট্রিক গড়ে ব্লু টাইগার্স অধিনায়ক এখন দেশবাসীর নয়নের মণি। কেরিয়ার যেমন গড়গড়িয়ে চলছে তেমনই ব্যক্তিগত জীবনেও নতুন কিছুর অপেক্ষায় সুনীল। স্ত্রী সোনম সন্তান সম্ভবা। শীঘ্রই আসছে জুনিয়র ছেত্রী। ইন্টারকন্টিনেন্টাল কাপ চলাকালীন সেলিব্রেশনের মাধ্যমে অনুরাগীদের সুখবর দিয়েছিলেন সুনীল। অন্তঃসত্ত্বা স্ত্রী সেদিনও গ্যালারিতে দাঁড়িয়ে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর হয়ে গেল সোনমের সাধ অনুষ্ঠান। সুনীলের বেঙ্গালুরুর বাড়িতে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্য়মে সাধ খাওয়া সম্পন্ন হয়েছে। আদর্শ স্বামীর মতো সাধ অনুষ্ঠানের সব রীতিনীতি পালন করলেন সুনীল। স্ত্রীর সঙ্গে বসলেন পুজোয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।

সন্তান সম্ভবা মহিলার সাধ খাওয়ার প্রচলন দেশের সব জায়গাতেই রয়েছে। বাঙালিদের তো বটেই। এই অনুষ্ঠান উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল। বিশেষ দিনে সুনীলের পরণে ছিল গোলাপি পাঞ্জাবি। সোনম পরেছিলেন গোলাপি পাড় দেওয়া হলুদের শাড়ি। স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, কখনও দেখা গেল হাতজোড় করে পুজোয় বসেছেন। সন্তানের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুণছেন দু’জনই। সুনীল-জায়ার সাধ অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। দিদির সাধ অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদ।” ভিডিয়োর কমেন্ট বক্সে অনুরাগীরা শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সুনীল ও সোনমকে।

ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে স্পেশাল সেলিব্রেশন করেছিলেন সুনীল। গোল করেই বল পেটের মধ্যে ঢুকিয়ে নেন সুনীল। এরপর গ্যালারিতে দাঁড়ানো স্ত্রীর দিকে ছুঁড়ে দেন চুমু। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ছেত্রী পরিবারে শীঘ্রই আসছে নয়া সদস্য। ম্যাচ শেষে স্ত্রীকে পাশে নিয়ে সুনীল জানান, শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। স্ত্রীর হাতে পরিয়ে দেন অধিনায়কের আর্মব্যান্ড। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন সুনীল ও সোনম। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে।