AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL: এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর থেকে ইস্তফা সৌরভের

কয়েকদিন আগেই এক সাক্ষাত্‍কারে এই ইঙ্গিত দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। স্বার্থ সংঘাতের অভিযোগ এড়াতেই এমন সিদ্ধান্ত বোর্ড প্রেসিডেন্টের। আইএসএলে এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। সেই সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এ বার ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে লখনউয়ের দল কিনেছে। স্বার্থ সংঘাতের অভিযোগ জোড়ালো হওয়ার আগেই এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়ালেন সৌরভ।

ISL: এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর থেকে ইস্তফা সৌরভের
সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 7:20 PM
Share

কলকাতা: জল্পনা চলছিলই। অবশেষে সত্যি হল। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বোর্ড অব ডিরেক্টর থেকে ইস্তফা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। আইপিএলে (IPL) সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) দল কিনতেই এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর থেকে সরে দাঁড়ালেন মহারাজ।

কয়েকদিন আগেই এক সাক্ষাত্‍কারে এই ইঙ্গিত দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। স্বার্থ সংঘাতের অভিযোগ এড়াতেই এমন সিদ্ধান্ত বোর্ড প্রেসিডেন্টের (BCCI President)। আইএসএলে (ISL) এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। সেই সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এ বার ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে লখনউয়ের দল কিনেছে। স্বার্থ সংঘাতের অভিযোগ জোড়ালো হওয়ার আগেই এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়ালেন সৌরভ। বছর তিনেক আগে ভারতীয় ক্রিকেট তোলপাড় হয়ে যায় স্বার্থ সংঘাত ইস্যুকে তৈরি করে। বোর্ডের আইন সংস্করণে আসরে নামে লোধা কমিশন। সেই কমিশনেই স্পষ্ট করে স্বার্থ সংঘাতের ইস্যু ব্যাখ্যা করা হয়। বোর্ডের কোনও কর্তা বিসিসিআইয়ের দায়িত্বে থাকা কালীন অন্য কোনও দায়িত্বে (যেখানে স্বার্থের সংঘাত রয়েছে) থাকতে পারবেন না।

আইপিএলের এক সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই এটিকে-মোহনবাগানের ম্যানেজমেন্টকে তাঁর ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। সঞ্জীব গোয়েঙ্কার আইএসএলের দলের বোর্ড অব ডিরেক্টরে আর থাকতে চান না তিনি। আইপিএলের নিলাম শেষ হওয়ার পরই সরকারি ভাবে পদত্যাগপত্র পাঠান সৌরভ।

আরও পড়ুন: FC Barcelona: বার্সেলোনার নতুন কোচকে চিনে নিন