Mohun Bagan : রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছেন, মোহনবাগানে সই করে উচ্ছ্বসিত হেক্টর ইউস্তে

মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। এই খবর আগেই প্রকাশিত হয়েছিল টিভি৯ বাংলায়। আজ মোহনবাগানের তরফে আনুষ্ঠানিকভাবে ইউস্তের যোগদানের বিষয়ে জানানো হয়েছে।

Mohun Bagan : রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছেন, মোহনবাগানে সই করে উচ্ছ্বসিত হেক্টর ইউস্তে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 4:04 PM

কলকাতা : তাঁর বায়োডাটা বেশ চমকপ্রদ। স্প্যানিশ লা লিগার ক্লাব গ্রানাডা এফ সি, মায়োরকা এবং কার্ডিজের হয়ে খেলেছেন। গত মরসুমটা কেটেছে সাইপ্রাইসের নামী ক্লাব ওমোনিয়ার হয়ে। লা লিগার প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে ২২৫টিরও বেশি ম্যাচ খেলেছেন। ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে। কার্ল ম্যাকহিউজের মতো সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডিও হিসেবে খেলেন। সেই স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hector Yuste) এ বার যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টে (MBSG)। মোহনবাগানে ইউস্তের আগমনের খবর আগেই প্রকাশিত হয়েছিল টিভি৯ বাংলায়। আজ মোহনবাগানের তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর যোগদানের বিষয়ে জানানো হয়েছে। একইসঙ্গে তাঁর প্রতিক্রিয়াও জানিয়েছেন স্প্যানিশ ফুটবলার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ইউস্তে। তিনি বলেছেন, “মোহনবাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন ক্লাবও বটে। খোঁজ নিয়ে দেখেছি এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। অনেক স্প্যানিশ ফুটবলার ও কোচ ভারতে এসে সুনাম অর্জন করেছেন। সবুজ মেরুন জার্সি পরে খেলব এটা ভেবেই রোমাঞ্চ অনুভব হচ্ছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লাব যাতে আরও সাফল্য পায় সেই লক্ষ্যে একশো শতাংশ দেব।”

তাঁর মতো অভিজ্ঞ ফুটবলারকে দলে পেয়ে স্বভাবতই খুশি মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তিনি বলেছেন, “হেক্টর একজন অভিজ্ঞ ফুটবলার। স্পেনের প্রথম ডিভিশন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একজন সফল ফুটবলার। ওর খেলা দেখেছি। হেক্টরের অভিজ্ঞতা মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

কোপা ডেল রে এবং ইউরোপিয় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে হেক্টর ইউস্তের। ইউরোপা লিগে ১২টি ম্যাচ খেলেছেন। ক্লাব কেরিয়ারে প্রায় ৫০০টির মতো ম্যাচ খেলেছেন। রয়েছে ২২টি গোল। অ্যাপলন লিমাসন ক্লাবে খেলার সময় এভার্টনের বিরুদ্ধে এক টানটান ম্যাচ খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। ওয়েন রুনির দলের বিরুদ্ধে শেষ মুহূর্তে হেক্টর ইউস্তের গোলে ড্র করে অ্যাপলন।