India Women’s Team: নতুন স্বপ্নের উড়ানে অদিতি চৌহান
সুইডেনের ৪৬ বছরের জেন একটা সময় খেলেছেন সে দেশের জাতীয় দলে। বর্তমান ভারতীয় দলের কোচ থমাস ডেনার্বি (Thomas Dennerby) অধীনেও খেলেছেন। তাই দুই কোচের বোঝাপড়াটাও ভালো। সেটাই যেন কাজ করছে ভারতীয় দলের জন্য। সামনে বড় চ্যালেঞ্জ।

নয়াদিল্লি: অপেক্ষা আর কয়েকটি দিনের। তারপরই ভারতের মাটিতে শুরু হচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। গ্রুপ এ তে ভারত (India), চিন, চায়না তাইপে ও ইরানের সঙ্গে রয়েছে ভারত। ১২ দলের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। প্রথম দিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মেয়েরা। প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন আগেই ভারতীয় দল ব্রাজিল, ভেনেজুয়েলা ও চিলির মত প্রথম সারির দেশের বিুরুদ্ধে খেলেছে। ভারতের মেয়েদের পারফরম্যান্স নজর কেড়েছে বিশ্বের প্রথম সারির দেশগুলিরও। এবার এশিয়ার মঞ্চেও সেই ধারা ধরে রাখতে মরিয়া অদিতি চৌহানরা (Aditi Chauhan)।
New Year, same dream for the #BlueTigresses ?, ✍️ @soumo17
Read ? https://t.co/SBJPxdkz92#BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/jZOhjhLEAs
— Indian Football Team (@IndianFootball) January 3, 2022
গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় ভারতের মেয়েরা ফুটবল পায়ে এবার যেন নতুন স্বপ্নের উড়ানে। কোন রহস্য লুকিয়ে আছে? ভারতের গোলকিপার অদিতি চৌহানের মতে সব থেকে বড় কারণ স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ জেন তর্নকিভিস্তের (Jane Tornqvist) উপস্থিতি। গত প্রায় দুমাস ধরে ভারতীয় দলের সঙ্গে আছেন জেন। তাঁর হাতে পরেই বদলে যাচ্ছে ভারতের মেয়েদের শরীরীভাষা। বলছেন, “যবে থেকে জেন দলের সঙ্গে যোগ দিয়েছে, তবে থেকেই পার্থক্য টের পাচ্ছি আমরা। গোলকিপার হিসেবে আমার নিজের খেলাও অনেকটা বদলে গেছে। অনেক বেশি স্ট্রং ফিল করছি, আমার জাম্প আরও লম্বা হয়েছে, অনেক দুর যাচ্ছে শট। আসলে জেন আমাদের বুঝিয়েছে যে আমাদের প্রত্যেকের শরীরের কোন অংশের ওপর কাজ করতে হবে। কোথায় নিজেদের আরও বেশি খাটতে হবে, যা আমাদের মাঠে আরও কিছুটা বাড়তি দিতে সাহায্য করবে। আমার সবাই বুঝতে শিখেছি স্ট্রেন্থ ও কন্ডিশনিংয়ের প্রয়োজনটা কোথায়। ”
Former Sweden ?? defender Jane Tornqvist opens up on her experience as the Strength and Conditioning Coach for the #BlueTigresses ???
Watch ? https://t.co/xUXtwfCGp6#BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽
— Indian Football Team (@IndianFootball) January 4, 2022
সুইডেনের ৪৬ বছরের জেন একটা সময় খেলেছেন সে দেশের জাতীয় দলে। বর্তমান ভারতীয় দলের কোচ থমাস ডেনার্বি (Thomas Dennerby) অধীনেও খেলেছেন। তাই দুই কোচের বোঝাপড়াটাও ভালো। সেটাই যেন কাজ করছে ভারতীয় দলের জন্য। সামনে বড় চ্যালেঞ্জ। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফিফা বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বের টুর্নামেন্টও বটে। বিশ্বমঞ্চে ভারত পৌঁছে যাবে এমান আশা খুব একটা করছেন না কেউই। কিন্তু ভালো পারফরম্যান্স আগামীকে যে অনেকটা স্বপ্ন দেখাবে তা নিয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন : Legends Cricket League: প্রাক্তনদের লিগে ইন্ডিয়া মহারাজে খেলবেন বীরু-যুবি-ভাজ্জি
