Super Cup 2023: কেরলকে গোলের মালা পরিয়ে সুপারহিট মোহনবাগান
ATK Mohun Bagan: দ্বিতীয়ার্ধে মোহনবাগানের রক্ষণে তিরিকে খেলিয়ে পরখ করে নেন ফেরান্দো। দীর্ঘ চোট কাটিয়ে এক বছর পর সবুজ-মেরুন জার্সিতে নামলেন স্প্যানিশ ডিফেন্ডার। ৩২৬ দিন পর সবুজ-মেরুন জার্সিতে খেললেন তিরি।

কোঝিকোড়: একেবারে চ্যাম্পিয়নের মতো। যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু করল মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়নরা সুপার কাপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল। কেরলের মাটিতেই গোকুলম কেরালা এফসিকে উড়িয়ে দিল সবুজ-মেরুন শিবির। লিস্টন কোলাসো, হুগো বোমাসদের দাপুটে ফুটবলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল গোকুলম। আইএসএল আর আই লিগের দলের পার্থক্য ঠিক কতটা- তা বুঝিয়ে দিলেন প্রীতম, কিয়ানরা। খেলার শুরু থেকেই মুহূর্মুহূ আক্রমণ আছড়ে পড়ল গোকুলম বক্সে। ফলস্বরূপ ম্যাচের স্কোরলাইন মোহনবাগানের পক্ষে ৫-১। বাগানের আক্রমণের ঝড় কোনও মতে সামাল দেওয়ার চেষ্টা করলেন শুভঙ্কর, সৌরভ, হাক্কুরা। সুপার কাপে দাপুটে জয় দিয়ে শুরু করে ফেরান্দোর দল বুঝিয়ে দিল, এই টুর্নামেন্টেও রাজত্ব করতে এসেছেন ম্যাকহিউরা। বিস্তারিত TV9Bangla-য়।
আইএসএলে গোল খরার মধ্যে দিয়ে যাচ্ছিলেন লিস্টন কোলাসো। সুপার কাপের শুরুতেই তা সুদে আসলে পূরণ করলেন গোয়ান ফুটবলার। খেলার ৭ মিনিটেই প্রথম গোল লিস্টনের। গোকুলম রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করার মতো জায়গায় পৌঁছে যান হুগো বোমাস। কোনওমতে প্রথম প্রচেষ্টায় আটকে দেন গোকুলম গোলকিপার শিবিন রাজ। বল ছিনিয়ে নিয়ে লিস্টনকে পাস দেন হুগো। বক্সের কিছুটা ভেতর থেকে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে গোকুলমের কিপারকে পরাস্ত করেন লিস্টন কোলাসো (১-০)।
খেলার গতির কিছুটা বিপরীতে বল নিয়ে প্রতি আক্রমণে ওঠে গোকুলম। তবে সেই প্রচেষ্টা বেশি দূর এগোয়নি। ২৭ মিনিটে ফের গোল করে মোহনবাগানের ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ঠিক যেন প্রথম গোলের রিপ্লে অ্যাকশন। তবে এ বারের গোলটা আরও চমৎকার। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে ২-০ করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করেন হুগো বোমাস। কিয়ান নাসিরির নিখুঁত পাস থেকে ৩-০ করেন বাগানের মিডফিল্ড জেনারেল।
মোহনবাগান ৫ : গোকুলম কেরালা এফসি ১
(লিস্টন ২, হুগো, মনবীর, কিয়ান) (মেন্ডি)
দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে গোকুলম। ৬৩ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল মনবীর সিংয়ের। হুগো বোমাসের পাস থেকে গড়ানো শটে গোল পঞ্জাব তনয়ের (৪-০)। ৭১ মিনিটে গোকুলমের হয়ে গোল করে ব্যবধান কমান সের্জিও মেন্ডি (১-৪)। ৮৬ মিনিটে আশিস রাইয়ের শট পোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোকুলমের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কিয়ান নাসিরি। গোকুলমের ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে কিয়ানের শরীরে লেগে বল গোকুলামের জালে জড়িয়ে যায় (৫-১)।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের রক্ষণে তিরিকে খেলিয়ে পরখ করে নেন ফেরান্দো। দীর্ঘ চোট কাটিয়ে এক বছর পর সবুজ-মেরুন জার্সিতে নামলেন স্প্যানিশ ডিফেন্ডার। ৩২৬ দিন পর সবুজ-মেরুন জার্সিতে খেললেন তিরি।
বাগান ফুটবলারদের গতির কাছে শুরু থেকেই হার মানে গোকুলম। ফিটনেস, স্কিল সবেতেই কয়েক যোজন এগিয়ে সবুজ-মেরুন ফুটবলাররা। শুক্রবার জামশেদপুর এফসির সঙ্গে পরবর্তী ম্যাচ মোহনবাগানের। টুর্নামেন্টের শুরুতেই গোকুলমকে উড়িয়ে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে নিলেন লিস্টনরা।
মোহনবাগান: অর্শ আনোয়ার, আশিস, প্রীতম, স্লাভকো, শুভাশিস, ম্যাকহিউ, হুগো বোমাস, লিস্টন, মনবীর, গ্যালেগো, কিয়ান।





