AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইউরোর আগে বেলজিয়ামে ফিরলেন অঁরি

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত বেলজিয়ামের সহকারী কোচ থিয়েরি অঁরি। এ বারের ইউরোয় বেলজিয়াম খেতাব জয়ের অন্যতম দাবিদার।

ইউরোর আগে বেলজিয়ামে ফিরলেন অঁরি
ইউরোর আগে বেলজিয়ামে ফিরলেন অঁরি
| Updated on: May 31, 2021 | 3:29 PM
Share

ব্রাসেল্স: ফের বেলজিয়ামে ফিরলেন থিয়েরি অঁরি (Thierry Henry)। আসন্ন ইউরোয় (European Championship) বেলজিয়ামের (Belgium) কোচিং স্টাফ (coaching staff) হিসেবে ফিরলেন ফ্রান্সের প্রাক্তন বিশ্বকাপার। এর আগেও ফ্রান্সের সহকারী কোচ ছিলেন অঁরি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম দলের সঙ্গে কাজও করেছিলেন।

রাশিয়া বিশ্বকাপের পর মোনাকোর কোচের দায়িত্ব নেন থিয়েরি অঁরি। এরপর মেজর লিগ সকারেও কোচিং করান তিনি। ব্যক্তিগত কারণের জন্য গত ফেব্রুয়ারিতে মেজর লিগ সকারে খেলা টিম মন্ত্রেয়ালের কোচের পদ থেকে ইস্তফা দেন। ইউরোর আগে ফের বেলজিয়ামের কোচিং স্টাফে যোগ দিলেন অঁরি। বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজকে সহায়তা করবেন তিনি।

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত বেলজিয়ামের সহকারী কোচ থিয়েরি অঁরি। এ বারের ইউরোয় বেলজিয়াম খেতাব জয়ের অন্যতম দাবিদার। কেভিড ডি ব্রুইন, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুদের মতো ফুটবলাররা আছেন দলে। ফিফার ক্রমতালিকাতেও শীর্ষে বেলজিয়াম। ইউরোয় বেলজিয়ামের গ্রুপে আছে রাশিয়া, ফিনল্যান্ড আর ডেনমার্ক। ১২ জুন রাশিয়ার বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গে প্রথম খেলা বেলজিয়ামের।

আরও পড়ুন: বিরুষ্কার মজার সওয়াল-জবাব পর্ব