AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Inter Milan vs Barcelona: বিদায় বার্সার! ইতালিয়ান তারকা ফ্রাত্তেসির গোলে ফাইনালে ইন্টার মিলান

UEFA Champions League: কোপা জয়ের পরে আরও একটি ট্রফি জয়ের হাতছানি ছিল বার্সার কাছে। তবে সেমিতে হেরে সেই আশা শেষ বার্সার। ২৫ বছর বয়সী ডেভিড ফ্রাত্তেসি ম্যাচের ৯৯ মিনিটের মাথায় গোল করে ইন্টারের ফাইনালের টিকিট পাকা করে দেন।

Inter Milan vs Barcelona: বিদায় বার্সার! ইতালিয়ান তারকা ফ্রাত্তেসির গোলে ফাইনালে ইন্টার মিলান
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2025 | 4:40 PM

কলকাতা: বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান। ৪-৩ গোলের ব্যবধানে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয় পায় ইতালির এই জনপ্রিয় ক্লাব। প্রথম লেগের ম্যাচেও শুরুতে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার। তবে বার্সা দুরন্ত কামব্যাক করেছিল সেই ম্যাচে। সেই ম্যাচ শেষ হয়েছিল ৩-৩ ব্যবধানে। এই ম্যাচটিও গত লেগের ম্যাচের মতোই হাইস্কোরিং ম্যাচ ছিল। এই ম্যাচেই নায়ক ইন্টারের ডেভিড ফ্রাত্তেসি। শেষ মুহূর্তে এই ইটালিয়ান তারকার গোলে ইউসিএল ফাইনালে ইন্টার। ফ্রাত্তেসি ইন্টারের জন্য প্রতি ম্যাচেই সুপার সাবের ভূমিকায় এসে ম্যাচে নিজের ছাপ রেখে যাচ্ছেন।

কোপা জয়ের পরে আরও একটি ট্রফি জয়ের হাতছানি ছিল বার্সার কাছে। তবে সেমিতে হেরে সেই আশা শেষ বার্সার। ২৫ বছর বয়সী ডেভিড ফ্রাত্তেসি ম্যাচের ৯৯ মিনিটের মাথায় গোল করে ইন্টারের ফাইনালের টিকিট পাকা করে দেন।

ম্যাচ জয়ের নায়ক ফ্রাত্তেসি বলেন, “এটা সত্যিই অবিশ্বাস্য, আমি কী বলব জানি না। বায়ার্নের বিপক্ষে খেলার পর আমার মনে হয়েছিল, আমি আর কখনও এই আবেগ অনুভব করতে পারব না। কিন্তু এই রাত আরও অবিশ্বাস্য হয়ে থাকল আমার কাছে।” তিনি আরও বলেন, “মাঝে মাঝে আমার নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে হয় এটা সত্যিই আমার কেরিয়ার? আমি অবিশ্বাস্য প্রতিভা নিয়ে জন্মাইনি। কিন্তু আমি কখনও হাল ছাড়ি না। এবং নিজের উপর সর্বদা বিশ্বাস রাখি। এটি আমার সমস্ত প্রচেষ্টা এবং নিষ্ঠার ফল।”

কে এই ইতালিয়ান নায়ক? ফ্রাত্তেসির পেশাদার ফুটবলে অভিষেক হয় ২০১৭ সালে সাসুওলোর হয়ে। এর পরে একাধিক ক্লাবে লোন চুক্তিতে সই করেন।২০১৮ সালে অ্যাসকোলির এবং ২০১৯ সালে এম্পোলির হয়ে খেলেন তিনি। ২০২০ সালে তাকে আবারও লোনে পাঠানো হয়। এ বার মনজা এফসিতে। কিছুতেই দিশা পাচ্ছিলেন না। ইন্টার মিলানে ২০২৪ সালে তিনি স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার।যেখানে তিনি প্রতিযোগিতায় নিজের প্রথম গোল করেন। তিনি সিরি এ-তে ১৩২টি ম্যাচ খেলে ২২টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে মোট ২৮টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে করেছেন ৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। ফ্রাত্তেসি যে আগামী দিনের তারকা, তা প্রমাণ করে দিয়েছেন।