Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan Day: ‘ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দেব’, মোহনবাগান দিবসে হুঙ্কার টুটু বসুর

'ওরা ভয় পেয়েছে ডার্বিতে। তাই বড় ম্যাচ পিছোতে অনুরোধ করেছে।'

Mohun Bagan Day: 'ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দেব', মোহনবাগান দিবসে হুঙ্কার টুটু বসুর
Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 9:52 PM

কলকাতা: কোভিড কাঁটা পেরিয়ে ২ বছর পর জাঁকজমকভাবে পালিত মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। সেই চেনা ছবি, চেনা উন্মাদনা সবুজ-মেরুন তাঁবু জুড়ে। সকালেই নিজেদের মাঠে প্রথম বার অনুশীলন করতে নামে এটিকে মোহনবাগান (ATK Mohun bagan)। দুপুরে একটি প্রর্দশনী ম্যাচ। বিকেল গড়াতেই শুরু অনুষ্ঠান। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গানে প্রথম এক ঘণ্টা মজলেন সদস্য সমর্থকরা। এরপর শুরু পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পেলেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পেলেন বলাই দে। বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন লিস্টন কোলাসো। সেরা ফরোয়ার্ডের পুরস্কার তুলে দেওয়া হল কিয়ান নাসিরি।

হেভিওয়েট নেতা-মন্ত্রী, প্রাক্তন ফুটবলারদের সমাগম মঞ্চ জুড়ে। ছিলেন আইএফএ সচিব, ঠিক তখনই একটু তাল কাটল। গ্যালারি জুড়ে শুরু বিক্ষোভ। রিমুভ এটিকে স্লোগান দিলেন একদল বাগান জনতা। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে চাইলেন না বাগান সভাপতি টুটু বসু। বরং বলে গেলেন, ‘এ বারের ডার্বিতে ওদের ৫ গোল মারব।’ বাগান সচিব দেবাশিস দত্তও বললেন, ‘ওরা ভয় পেয়েছে ডার্বিতে। তাই বড় ম্যাচ পিছোতে অনুরোধ করেছে। শেষ ৩ বছর ডার্বি জেতেনি। আমি মনে করি, আমি যদি রাজা হই, যুদ্ধে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দেব। বিনা অস্ত্রে যুদ্ধে লাভ নেই। তাই ওদের অনুরোধ মেনে নিয়েছি।’

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত শ্যাম থাপা। এ দিকে মঞ্চ থেকে মোহনবাগানকে কলকাতা লিগ খেলার অনুরোধ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দেবাশিস দত্ত সে প্রসঙ্গে বলেন, ‘এটা রাজ্য সরকারের টুর্নামেন্ট নয়। আইএফএ-র টুর্নামেন্ট। এখনও আইএফএ-র থেকে পাওনা অর্থ পাইনি।’ মোহনবাগান কলকাতা লিগ খেলবে কি খেলবে না, তা সময় বলবে। তবে শেষবেলায় চন্দ্রবিন্দুর গানে আরও রঙিন হয়ে উঠল মোহনবাগান দিবসের সন্ধ্যা।