Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের ‘এক’মাত্র আশার আলো যাঁরা

PARIS 2024: এ বার ভারত থেকে প্যারিস অলিম্পিকে ২৫৭ সদস্যের টিম গিয়েছে। যার মধ্যে ১১৭ জন অ্যাথলিট রয়েছেন। এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ রয়েয়েছন। ভারতীয় অ্যাথলিটরা গ্রেটেস্ট শো অন দ্য আর্থে ১৬টি ইভেন্টে নামবেন। তার মধ্যে ৪টি ইভেন্টে মাত্র ১ জন করে ভারতীয় অ্যাথলিট পারফর্ম করবেন।

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের 'এক'মাত্র আশার আলো যাঁরা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের 'এক'মাত্র আশার আলো যাঁরাImage Credit source: Paris 2024 X
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 8:05 PM

কলকাতা: প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অবশ্য অফিসিয়ালি গ্রেটেস্ট শো অন দ্য আর্থের প্রথম দিন এখনও আসেনি। ২৬ জুলাই হবে প্যারিস অলিম্পিকের ওপেনিং সেরেমনি। আজ, ২৪ জুলাই ফুটবল ইভেন্ট চালু হয়ে গিয়েছে। আগামিকাল ভারতীয় তিরন্দাজদের অ্যাকশনে দেখা যাবে। এ বার ভারত থেকে প্যারিস অলিম্পিকে ২৫৭ সদস্যের টিম গিয়েছে। যার মধ্যে ১১৭ জন অ্যাথলিট রয়েছেন। এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ রয়েয়েছন। ভারতীয় অ্যাথলিটরা গ্রেটেস্ট শো অন দ্য আর্থে ১৬টি ইভেন্টে নামবেন। তার মধ্যে ৪টি ইভেন্টে মাত্র ১ জন করে ভারতীয় অ্যাথলিট পারফর্ম করবেন। জানেন সেগুলি কোন বিভাগ?

প্যারিস অলিম্পিকে যে চার ইভেন্টে ভারতের একজন করে অ্যাথলিট পারফর্ম করবেন, সেগুলি হল – ভারোত্তোলন, জুডো, ইকুয়েস্ট্রিয়ান ও রোয়িং।

১. ভারোত্তোলন – প্যারিস অলিম্পিকে ভারোত্তোলনে ভারত থেকে একমাত্র অংশ নিচ্ছেন মীরাবাঈ চানু। তিনি টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। এ বার প্যারিসে তাঁর নজর সোনায়। মণিপুরের মেয়ে মীরাবাঈ প্যারিস অলিম্পিকে ২০৫ কেজি ওজন তোলার পরিকল্পনা করেছেন। স্ন্যাচে ৯০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তাঁর লক্ষ্য ১১৫ কেজি ওজন তোলা।

২. জুডো – প্যারিস অলিম্পিকে ভারত থেকে একমাত্র অ্যাথলিট হিসেবে জুডোতে পারফর্ম করতে দেখা যাবে তুলিকা মানকে। তিনি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন। তিনি প্যারিস অলিম্পিক থেকে দেশকে পদক দিতে মরিয়া।

৩. ইকুয়েস্ট্রিয়ান – কলকাতার ছেলে অনুষ অগরওয়ালা প্যারিস অলিম্পিক ইকুয়েস্ট্রিয়ানে পারফর্ম করবেন। ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান অনুষকে অ্যাকশনে দেখা যাবে। হানঝাউ এশিয়ান গেমসে তিনি টিম ইভেন্টে সোনা জিতেছিলেন। আর ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন।

৪. রোয়িং – প্যারিস অলিম্পিকে রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি বলরাজ পানওয়ার। পুরুষদের সিঙ্গলস স্কালসে তাঁকে পারফর্ম করতে দেখা যাবে।