AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badminton: চিনা তাইপেতে ঝড় ভারতীয়র, লি-কে হারিয়ে চমকে দিলেন আয়ুষ

Badminton News: লি-কে হারিয়ে প্রি-কোয়ার্টারে আর এক কঠিন প্রতিপক্ষের মুখে আয়ুষ। তিনি খেলবেন ভারতেরই আর এক ছেলে, বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্তের বিরুদ্ধে।

Badminton: চিনা তাইপেতে ঝড় ভারতীয়র, লি-কে হারিয়ে চমকে দিলেন আয়ুষ
Image Credit: INSTAGRAM
| Edited By: | Updated on: May 07, 2025 | 8:38 PM
Share

কলকাতা: চিনা তাইপে ওপেনে ভারতের জয়জয়কার। অল ইংল্যান্ডের ফাইনালিস্ট লি চিয়া হাওকে হারিয়ে চমকে দিলেন ভারতের আয়ুষ শেঠি। বছরের শুরু থেকেই ছন্দে রয়েছেন। তাইপে ওপেনেও সেটাই তুলে ধরলেন। তাঁর দাপটে দাঁড়াতেই পারেননি লি। স্ট্রেট গেমে হেরে যান। লি-কে হারিয়ে প্রি-কোয়ার্টারে আর এক কঠিন প্রতিপক্ষের মুখে আয়ুষ। তিনি খেলবেন ভারতেরই আর এক ছেলে, বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্তের বিরুদ্ধে।

বিশ্বের ৪৪তম প্লেয়ার আয়ুষ। অল ইংল্যান্ড জেতা লি চিয়া হাও তাঁর থেকে ব়্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা প্লেয়ার। কিন্তু অল ইংল্যান্ডজয়ী শাটলার দাঁড়াতেই পারেননি আয়ুষ ঝড়ের সামনে। প্রথম গেমটা ২১-১৭ জেতেন ভারতের তরুণ। দ্বিতীয় গেমে মনে হয়েছিল প্রবলভাবে ফিরবেন। তা হয়নি। ২১-১৮ জিতে নেন আয়ুষ। আসলে লি-র ভুলকে কাজে লাগিয়েছেন তিনি। আবার নিজেও ছিলেন অনেক বেশি আগ্রাসী। যা হয়তো আশাই করেননি লি। দ্বিতীয় গেমটা অবশ্য হারতেও পারতেন আয়ুষ। লি-র বিরুদ্ধে এই ম্যাচে দ্বিতীয় সেটে বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন ভারতের ছেলে। এক সময় ১৫-১৭ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন আয়ুষ। কিন্তু লি-র ভুলের কারণই এই ম্যাচে জয় পান আয়ুষ। লি স্ম্যাশে শেষ করতে চেয়েছিলেন দ্বিতীয় গেমটা। কিন্তু মিস করেন কিছু শট। সেখান থেকেই পয়েন্ট তুলে গেম ও ম্যাচ জিতে নেন আয়ুষ।

শ্রীকান্ত শেষ ১৬তে পা রেখেছেন আর এক ভারতীয় শাটলার শঙ্কর সুব্রমণিয়ামকে হারিয়ে। ২১-১৬, ২১-১৫ গেমে জিতে। আয়ুষ এবং শ্রীকান্ত সার্কিটে মোট দু’বার মুখোমুখী হয়েছেন। একটি করে ম্যাচ জিতেছেন দু’জনেই। এই দুই তারকা শেষবার জানুয়ারিতে ইন্দোনেশিয়া মাস্টার্স কাপে মুখোমুখি হয়েছিলেন।