Mohun Bagan: ধোপে টিকল না বাজাজের দাবি, মোহনবাগানেই আনোয়ার
Mohun Bagan Super Giant: অন্য কোনও দল ভারতীয় ডিফেন্ডারকে পাওয়ার চেষ্টা করলেও বাগানের লোন চুক্তি সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই মুহূর্তে আনোয়ারের বাগান ছাড়ার কোনও রাস্তাই নেই। লোনে খেলতে হলে সবুজ-মেরুন জার্সিতেই তাঁকে খেলতে হবে।
কলকাতা: যাবতীয় জল্পনার অবসান। মোহনবাগানেই থাকছেন আনোয়ার আলি। রঞ্জিত বাজাজের একটি টুইট ঘিরে আচমকাই তোলপাড় হয় ভারতীয় ফুটবল। গত বছরই আনোয়ারকে ৫ বছরের লোন চুক্তিতে সই করায় মোহনবাগান। বছর ঘুরতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন বাজাজ। ফিফার নিয়ম অনুযায়ী, যে কোনও ফুটবলারকে ১ বছরের লোনেই নিতে পারবে কোনও দল। এরপর সেই ফুটবলারকে পুরনো ক্লাবে ফিরিয়ে দিতে হবে। না হলে, নতুন চুক্তি করে সেই ফুটবলারকে দলে নিতে হবে। এই বিষয়টাই টুইট করে শোরগোল ফেলে দেন রঞ্জিত বাজাজ। আনোয়ার আলি দিল্লি এফসির ফুটবলার। ২০২১-২৩ সাল পর্যন্ত এফসি গোয়াতে লোনে খেলেন আনোয়ার। গত বছর মোহনবাগানে লোনে সই করেন। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ চেয়েছিলেন, আনোয়ারের বাজার দর বাড়িয়ে দিতে। ভারতের অন্যান্য ক্লাবও আগ্রহ ছিল এই ডিফেন্ডারকে পাওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত বাজিমাত মোহনবাগানের।
ফিফার এই নিয়ম এখনও ভারতে কার্যকর হয়নি। ২০২৫-২৬ মরসুম থেকে ওই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ কোনও ফুটবলারকে সর্বোচ্চ ১ বছরের জন্যই লোনে নিতে পারবে কোনও দল। তারপর নতুন করে আবার সই করাতে হবে। এ দেশে এখনও সেই নিয়ম কার্যকর না হওয়ায়, মোহনবাগানে খেলতে কোনও অসুবিধাই নেই আনোয়ারের। অন্য কোনও দল ভারতীয় ডিফেন্ডারকে পাওয়ার চেষ্টা করলেও বাগানের লোন চুক্তি সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই মুহূর্তে আনোয়ারের বাগান ছাড়ার কোনও রাস্তাই নেই। লোনে খেলতে হলে সবুজ-মেরুন জার্সিতেই তাঁকে খেলতে হবে।
সূত্রের খবর, এ বছর বেতন বাড়াতে চেয়েছিলেন আনোয়ার আলি। বাগান ম্যানেজমেন্ট তাতে রাজি হয়নি। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজও সেই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমে পড়েন। শেষ পর্যন্ত পুরনো লোন চুক্তি মেনে ওই টাকাতেই মোহনবাগানে খেলতে হবে আনোয়ারকে। বাজাজের সমস্ত দাবিকে ফুৎকারে উড়িয়ে বুধবার দুপুরেই আনোয়ারকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট মোহনবাগান সুপার জায়ান্টের।
Who wants to see more Durand Cup magic from Anwar? 😏✊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/FqiwuFTtho
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 10, 2024